Saturday, November 15, 2025

বিবেক অগ্নিহোত্রী শিল্প করতে আসেননি: পরিচালককে গ্রেফতারির দাবি প্রযোজক রানা সরকারের

Date:

Share post:

বাংলার কুৎসা করে সিনেমা বানিয়ে বাংলাতেই তার প্রচার! নিয়ম ভেঙে প্রচার করতে গিয়ে বাধার মুখে পড়ে বাংলার নামে ফের কুৎসা বিজেপির রাজনৈতিক পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)। আদতে তিনি যে কোনও চলচ্চিত্র পরিচালক নন, শুধুমাত্র বিজেপির বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতা। শনিবার দিনভর বিবেকের নাটকের পরে ধুইয়ে দিলেন বাংলার পরিচালক রানা সরকার (Rana Sarkar)।

বিজেপির প্রচার চালানো ও ভোটবাক্স ভরানোর কারিগর বিবেক অগ্নিহোত্রীর মুখোশ খুলে ‘ধূমকেতু’র প্রযোজক দাবি করেন, বিবেক অগ্নিহোত্রী ফিল্মমেকার না, উনি একটি রাজনৈতিক দলের ad film maker. উনি যদি সিনেমা পরিচালক হতেন এবং রাজনৈতিক সিনেমা বানাতেন তাহলে সারাজীবনে একটা হলেও other side of story বলতেন। ইতিহাসকে বিকৃত করে সস্তা সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে সিনেমার বক্সঅফিস ভরানো না ব্যালট বক্স ভরানোর উদ্দেশ্যে উনি সিনেমা বানান।

শনিবারের বিবেকের নাটক করে কার্যত বাংলার চলচ্চিত্র সমাজকে যেভাবে বাংলায় দাঁড়িয়ে অপমান করেছেন বিবেক অগ্নিহোত্রী তাতে নীরব থাকতে পারেননি রানা। তিনি দাবি করেন, যারা বলছেন ট্রেলার লঞ্চ ইভেন্ট আটকানো ঠিক হয়নি বা শিল্পের কণ্ঠরোধ করা উচিত হয়নি তাদের বোঝা উচিত বিবেক অগ্নিহোত্রী কোনো শিল্প করতে এখানে আসেননি । ২০২৬ ভোটের আগে হিন্দু মুসলিম অশান্তি সৃষ্টি করতে উনি এসেছেন।

আরও পড়ুন: ঠ্যালার নাম বাবাজি, প্রধানমন্ত্রীর মেট্রোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ

শুধু বিবেক অগ্নিহোত্রীর রাজনৈতিক উদ্দেশ্যের সমালোচনা নয়, তাঁর সাম্প্রদায়িক উস্কানির জন্য বিবেক অগ্নিহোত্রীর গ্রেফতারি দাবি করেন প্রযোজক রানা সরকার। তাঁর স্পষ্ট দাবি, অনুমতি নেই বলে ওনার ট্রেলার লঞ্চ ইভেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক হয়েছে, অনুমতি থাকলেও বন্ধ করে দেওয়া দরকার ছিল। আর এরপর উনি (Vivek Agnihotri) কলকাতা এলে সাম্প্রদায়িক উস্কানির দায়ে ওকে গ্রেফতার করা হোক। বাংলার মানুষ কোনো সাম্প্রদায়িক উস্কানি আর মেনে নেবে না।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...