দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ২২ অগাষ্ট একসঙ্গে চালু হচ্ছে কলকাতা মেট্রোর তিনটি নতুন রুট—গ্রিন লাইন, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইন। এর ফলে রুবি মোড় থেকে বেলেঘাটা, নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রীরা নতুন পরিষেবা পাবেন। পরিবহণ বিশেষজ্ঞদের মতে, এটি শহরের যোগাযোগ ব্যবস্থায় এক মাইলস্টোন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

নতুন রুট চালু হলে বিমানবন্দর থেকে শহর পৌঁছনো সহজ হবে, শিয়ালদহ-এসপ্ল্যানেড সংযোগে অফিসযাত্রীদের স্বস্তি মিলবে। আধুনিক সিগন্যালিং, উন্নতমানের কোচ, লিফট-এসকেলেটর-সহ যাত্রী সুবিধার নানা ব্যবস্থা থাকছে। শহরবাসীর আশা, এই পরিষেবা শুরু হলে যানজটও অনেকটা কমবে। ২২ অগস্ট তাই কলকাতার পরিবহণের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন – শ্রাচীর উদ্যোগে ত্রিপুরায় লেজেন্ডস ডার্বি, উচ্ছ্বসিত টিএফএ সভাপতি

_

_

_

_

_

_

_

_