একদিকে ডুরান্ডের ডার্বি(Durand Derby)। তার আগে আরও একটা ডার্বি হতে চলেছে। তবে সেটা কলকাতায় নয়। ত্রিপুরাতেই হবে ভারতের প্রাক্তন তারকা ফুটবলারদের নিয়ে সেই লেজেন্ডস ডার্বি (Legends Derby)। আর সেই ম্যাচ ঘিরেও কিন্তু উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। মনোরঞ্জন ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্টাচার্য থেকে অ্যালভিটো ডিকুনহা, সৌমিক দে-দের মতো তারকা ফুটবলারদের দেখা যাবে সেই ডার্বির মঞ্চে। ডুরান্ডের ডার্বির আগেই সেই ম্যাচে মুখোমুখি হচ্ছেন ভারতের প্রাক্তন তারকারা। শ্রাচী এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগেই হচ্ছে এই লেজেন্ডস ডার্বি।
কলকাতায় বহুবার লেজেন্ডস ডার্বি (Legends Derby) হলেও, ত্রিপুরাতে কিন্তু এখনও পর্যন্ত এমন কিছু হয়নি। কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের বহু সমর্থকরা রয়েছেন সেখানে। এবার তাদের সামনেই নামবেন অতীতের ডার্বি জয়ের নায়করা। তাদের দেখতে ত্রিপুরার ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা। বাংলার বাইরেও এবার ফুটবলকে প্রসারিত করার লক্ষ্যে শ্রাচীর এই বিশেষ উদ্যোগ। ত্রিপুরার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগেই শ্রাচী আয়োজন করছে লেজেন্ডস ডার্বি।
সেই ম্যাচ আবার সরাসরি দেখাও যাবে। এসএসইএন অ্যাপেই লেজেন্ডস ডার্বি দেখতে পাবেন সকলে। মেহতাব হোসেন, মহম্মদ রফিক, ডেনসন দেবদাস, ষষ্ঠী দুলে থেকে সুলে মুসা দের ডার্বি জয়ের তারকারাই এবার নামছে এই ম্যাচে। উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে।
–
–
–
–
–
–
–
–