পরিচালকের বর্ম পরে দিনের পর দিন অভিনেত্রীদের পোশাক খুলিয়ে যৌন হেনস্থা করার বিস্ফোরক অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর (Vivek Ranjan Agnihotri) বিরুদ্ধে। বিজেপির ‘প্রচারক’রূপী এই বলিউড সিনেনির্মাতা শুধু যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পদ্মবিরোধী রাজ্যে সিনেমার নামে সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা করেন তাই নয়, পাশাপাশি প্রকাশ্যে মহিলাদের নগ্ন – বিবস্ত্র করে বিকৃত আনন্দ পান। এবার তাঁর আসল রূপ প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। পরিচালকের সঙ্গে তাঁর একটি শ্যুটিং করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, ঘণ্টার পর ঘণ্টা অকারণে তাঁকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় শ্যুটিং ফ্লোরে বসিয়ে রাখা হত। সিডিউল না থাকলেও সেটে ডেকে পাঠানো হত। এমনকি জোর করে পোশাক খুলিয়ে তনুশ্রীকে নাচার কথাও বলেছিলেন বিবেক! পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে এবার আইনি পদক্ষেপের পথে নায়িকা।
বিবেক অগ্নিহোত্রীর সিনেমা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে
সিনেমা বানানো একটা শিল্প, কিন্তু বিবেক অগ্নিহোত্রী শিল্পী নন। তিনি আসলে এই মাধ্যমকে ব্যবহার করে পরিচালকের ছদ্মবেশে বিজেপির প্রোপাগন্ডা করে বেড়ান। পদ্ম বিরোধী রাজ্যে গিয়ে নির্বাচনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করতে বিতর্কিত ইস্যু তৈরি করেন। পাশাপাশি অত্যন্ত নোংরা চরিত্র এবং বিকৃত মানসিকতার অধিকারী এই ব্যক্তি। মহিলা অভিনেত্রী মানেই তাঁকে ভোগ্যবস্তু হিসেবে ব্যবহার করা দৃষ্টিভঙ্গির অন্যতম কারিগর বিবেক (Vivek Agnihotri)। ‘আশিক বানায়া আপনে’ নায়িকা তনুশ্রী এবার পরিচালকের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘চকোলেট: ডিপ ডার্ক সিক্রেটস’ ছবির শ্যুটিং চলাকালীন তাঁকে স্বল্প পোশাকে ফ্লোরে বসিয়ে রাখা হতো। যখন তখন ডেকে পাঠাতেন পরিচালক। তাঁর কথায়, “শর্ট স্কার্ট পরে বসে থাকতাম, রোব পরতে গেলে বলা হত না, শট আসছে, খুলে ফেলো। এইভাবে আমাকে সবার সামনে বসিয়ে রাখা হত। এক সময় এক দৃশ্যে, আমার থাকা একেবারেই জরুরি ছিল না, সেখানে পোশাক খুলে নাচার নির্দেশ দেন বিবেক। আমি অবাক হয়ে গিয়েছিলাম। তখন ইরফান খান ও সুনীল শেট্টি এগিয়ে এসে আমায় বাঁচান।”
বলিউড নায়িকার অভিযোগ সামনে আসতেই চারিদিকে শোরগোল পড়ে গেছে। একদিকে সিনেমার নামে রাজনীতি করার অভিযোগ অন্যদিকে নায়িকাকে যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা বিষয়টি স্বীকার করতে কার্যত বাধ্য হয়েছেন বিবেক। এরপরই পরিচালকের বিরুদ্ধে ওশিওয়ারা থানায় লিখিত অভিযোগ দাখিল করে যৌন হেনস্থার মামলা করেছেন তনুশ্রী।
–
–
–
–
–
–
–