Wednesday, August 20, 2025

রবিবার ভোররাতে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এ জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস’ বিজেতা এলভিস যাদবের (Elvish Yadav) বাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলিবর্ষণ। এদিন ভোর ৫টা নাগাদ বাইকে করে তিন দুষ্কৃতী এসে কমপক্ষে ১২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে। তবে ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না এলভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুরগাঁও পুলিশ। চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলভিস কোনও হুমকি পেয়েছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে তদন্তকারীরা। বাড়ির গ্রাউন্ড ফ্লোর এবং একতলা লক্ষ্য করে গুলি চালানো হয়। ইউটিউবার দ্বিতীয় এবং তৃতীয় তলায় থাকেন বেশিরভাগ সময়ে।

ইউটিউবের মাধ্যমে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এলভিস। টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ‘রোডিস’ এবং ‘লাফটার শেফ’ -এর মতো জনপ্রিয় শোয়ে অংশ নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তসংখ্যাও অনেক কিন্তু তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কী খ্যাতিই তাঁর জীবনে দুর্গতি ডেকে আনছে? কেনই বা তাঁকে টার্গেট করা হল? এলভিস যাদবের বাড়িতে এই হামলা প্রসঙ্গে পুলিশের তরফে অফিসিয়াল বিবৃতি পাওয়া যায় নি। তদন্তকারীরা জানান সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যাদব প্রভাবশালী মহলে একজন বিতর্কিত ব্যক্তিত্ব। গত বছর তাকে একটি রেভ পার্টি আয়োজনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। অভিযোগ সেখানে সাপের বিষকে মাদক হিসেবে ব্যবহার করা হয়েছিল। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তাঁকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) এর অধীনে জিজ্ঞাসাবাদও করা হয়। এই ঘটনার সঙ্গে হামলার কোনও যোগসূত্র আছে কিনা সেটাও দেখছে পুলিশ।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version