Monday, November 3, 2025

পুলিশ এলেই আগুন লাগিয়ে দেব: ফাঁস শিক্ষক আন্দোলনের হিংসার স্বরূপ

Date:

Share post:

আন্দোলনে উস্কানি। আর তা থেকেই এমন বিশৃঙ্খলা তৈরি যা নিরাপত্তা থেকে আইন শৃঙ্খলার উপর বড়সড় প্রশ্ন তুলে দেবে। এটাই ছিল এসএসসি-র চাকরিহারা আন্দোলনকারীদের স্বরূপ। প্রকাশ্যে এলো ফোনে কথোপকথন ফাঁস হতেই। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নিয়ম ভেঙে মিছিলের ডাক। আর সেই মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানোর আন্দোলনকারী শিক্ষকদের পরিকল্পনা ফাঁস করল বিধাননগর কমিশনারেটের পুলিশ (Bidhanagar Police Commissionerate)।

যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে ১৮ অগাস্ট এসএসসি ভবন (SSC Bhavan) অভিযানের ডাক দেওয়া হয়। শিক্ষকদের আন্দোলনের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই জায়গার বাইরে আন্দোলনের পরিকল্পনা করায় বিধাননগর কমিশনারেটের তরফে সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও জমায়েত করে মিছিলের ডাক দিয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা থেকে সরে আসেনি শিক্ষক অধিকার মঞ্চ।

আর সেই পরিকল্পনা করতে গিয়ে নিজেদের যোগ্য শিক্ষক হিসাবে দাবি করা আন্দোলনকারীরা যে হিংসা ছড়ানোর চেষ্টা চালায়, সেই পরিকল্পনাই ফাঁস হয় তাদের ফোনের কথোপকথনে। বিধাননগর কমিশনারেটের ডিসি অনীশ সরকার (Aneesh Sarkar, DC, Bidhannagar) সাংবাদিক বৈঠক করে সেই কথোপকথন তুলে ধরেন, যেখানে মিছিলে বাধা দিতে পুলিশ এলেই পাথর ছোঁড়ার পরিকল্পনা নেওয়া হয়। তার থেকেও হিংসাত্মক বার্তা উঠে আসে কথোপকথন থেকে। সেখানে পেট্রোল মজুত রাখার কথা বলা হয়। পুলিশ কাছে এলেই পেট্রোল (petrol) ছুঁড়ে আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: মনিপুর, গুজরাট ফাইলস বানাননি কেন: শিল্পের ভড়ং করা বিবেকের স্বরূপ খুলল দেশ বাঁচাও গণমঞ্চ

বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডিসি অনীশ সরকার জানান, কথোপকথনের দুই ব্যক্তিকে চিহ্নতি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও সাংবাদিক বৈঠকে তাঁদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। সেই সঙ্গে সোমবার যাঁরা আন্দোলন করার পরিকল্পনা নিয়েছেন তাঁদের সতর্ক করা হয় আদালতের নির্দেশ নিয়ে। পাশাপাশি আন্দোলন নিয়ে এক শ্রেণির হিংসাকারীদের চক্রান্ত ফাঁস করে সতর্ক করা হয়, যাতে মিছিল থেকে কোনও রকম অপ্রীতিকর ঘটনা থেকে তাঁরা নিজেদের বিরত রাখতে পারেন।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...