স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুলভাবে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এই দুই পরীক্ষায় মিলিয়ে বসতে চলেছেন প্রায় পাঁচ লক্ষ আশি হাজার পরীক্ষার্থী। তাই প্রশাসনিক মহলে ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে
শুক্রবার সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও স্কুল শিক্ষা দফতরের শীর্ষ কর্তারা। সূত্রের খবর, ওই বৈঠকেই পরীক্ষার সুষ্ঠু আয়োজনের জন্য একাধিক বাড়তি নির্দেশিকা চূড়ান্ত করা হবে।
নবান্ন থেকে ইতিমধ্যেই জেলা প্রশাসনের হাতে পৌঁছেছে প্রাথমিক নির্দেশিকা। তার ভিত্তিতেই সরকারি আধিকারিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হবে লিখিত পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও জালিয়াতি রুখতে ফ্রিসকিংয়ের সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন।
এছাড়াও, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ওই আধিকারিকরা সরাসরি তদারকি করবেন পরীক্ষাকেন্দ্রের ভিতরে নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়টি। সব মিলিয়ে, আসন্ন এসএসসি পরীক্ষা যাতে কোনও বিতর্ক ছাড়াই হয়, তা নিশ্চিত করতেই প্রশাসনের এই বাড়তি উদ্যোগ।
আরও পড়ুন – ২৬ হাজার চাকরি বাতিলে রিভিউ পিটিশনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
_
_
_
_
_
_