ডুরান্ডে ডার্বি জয়ের পর এবার সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানে লাল-হলুদ শিবিরের প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ধারেভারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ শিবরকে সমীহই করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। তাঁর মতে ডার্বি জয়ের পরের ম্যাচটা বরাবরই কঠিন হয় দলের জন্য। এছাড়াও ফুটবলারদের আত্মতুষ্টি যাতে না হয় সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন লাল-হলুদ শিবিরের হেডস্যার। ডুরান্ড কাপ জয়ের থেকে ইস্টবেঙ্গলের দুরত্ব এখন মাত্র দুটো ম্যাচের।
চলতি ডুরান্ড কাপে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গল (Eastbengal)। কোয়ার্টার ফাইনালে চির প্রতদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র যোগার করে ফেলেছে তারা। এবার সামনে কিবু ভিকুনার (Kibu Vicunha) ডায়মন্ডহারবার এফসি। তাদের দলেও বেশ কয়েকজন আইএসএল খেলা ফুটবলার রয়েছেন। এছাড়া তাদের একজন বিদেশি স্ট্রাইকারকে নিয়েও খানিকটা চিন্তা করছেন অস্কার।
ম্যাচের আগের দিন ইস্টবেঙ্গল কোচ জানিয়েছেন, আত্মতুষ্টির কোনওরকম জায়গা নেই আমাদের। আমি জানি ডায়মন্ডহার এফসিতেও কয়েকজন আইএসএল খেলা ফুটবলার রয়েছেন। এছাড়া ওদের ভালো বিদেশি ফুটবলার রয়েছেন। অবশ্যই তাদের আমরা সমীহ করছি। এছাড়া ডায়মন্ডহারবারের কোচ অভিজ্ঞ, সেদিকেও আমাদের সতর্ক থাকতে হবে।
এই ম্যাচে অবশ্য হামিদ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে নিশ্চয়তা কিছু নেই। গত ম্যাচে চোট লেগেছিল তাঁর। তাঁকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি অস্কার নেবে কিনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–