উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বয়েজ স্কুল সংলগ্ন ‘রবীন্দ্র মুক্ত মঞ্চ’ এলাকায় প্রবল বিস্ফোরণের (explotion in Madhyamgram) ঘটনায় ব্যবহার করা হয়েছিল আইইডি (IED)! যোগীরাজের যুবক সচ্চিদানন্দ মিশ্র (Sacchitananda Mishra) কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ রাজ্যে অশান্ত পরিবেশ তৈরির জন্য এসেছিলেন নাকি মধ্যরাতে মধ্যমগ্রামে আসার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? তদন্তে নেমে উঠে আসছে নতুন তথ্য। উত্তরপ্রদেশের বাসিন্দা সচিদানন্দ মিশ্রর মৃত্যুর পেছনে নাশকতার ছক নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের জটিলতাই মূল কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় গৃহবধূ লিলিমা গাজীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সচিদানন্দের। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই সে মধ্যমগ্রামে এসেছিল। তদন্তকারীদের ধারণা, লিলিমার স্বামী শফিকুল গাজীই তার টার্গেট ছিল। তবে বিষয়টি এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়। ইতিমধ্যেই লিলিমা ও শফিকুল—দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এসটিএফ।

মৃতের পরিবার জানিয়েছে, সচ্চিদানন্দ হরিয়ানায় কাজ করত। বিএ পাশ করে আইটিআইও করেছিল। ঘটনার দিন রাত সাড়ে ন’টায় শেষবার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল, তখন সে জানায় বেনারসে রয়েছে। মৃতের বাবা অশনি কুমার মিশ্র বলেন, ছেলের এই সম্পর্কের কথা কিছুই জানতাম না। ওর সঙ্গে যোগাযোগ হত শুধুই ফোনে। প্রতিবেশীরা জানিয়েছেন, লিলিমা লোকের বাড়ি কাজ করত। এর আগে একাধিকবার উত্তরপ্রদেশের এক যুবককে কেন্দ্র করে ওই দম্পতির মধ্যে গণ্ডগোল হয়েছে। প্রতিবেশীরা এও জানান, শফিকুল ও লিলিমার মধ্যে প্রায়ই অশান্তি লেগেই থাকত। এমন পরিস্থিতিতে বিস্ফোরণ কাণ্ডের তদন্ত আরও গভীরভাবে চালাচ্ছে পুলিশ। নাশকতার বদলে ব্যক্তিগত দ্বন্দ্বই এই মৃত্যুর পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- শ্রমিকদের সামাজিক সুরক্ষায় ডিজিটাল রূপান্তরের পথে রাজ্য

_

_

_

_

_

_

_