বন্ধ হয়ে গেল রণবীর সিংয়ের (Ranveer Singh) ‘ধুরন্ধর’ (Dhurandhar) ছবির কাজ। শ্যুটিং চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ছবির প্রায় ১২০ জন সদস্য। রবিবার (১৭ অগাস্ট) পাথর সাহিবে শ্যুটিং চলছিল। সেটে খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই কলাকুশলীদের পেটে ব্যথা, বমি বমি ভাব, মাথা যন্ত্রণার মতো একাধিক উপসর্গ দেখা দিতে থাকে। দ্রুত তাঁদের ‘সজল নারবু মেমোরিয়াল’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেউ কেউ নাকি হৃদ্রোগজনিত সমস্যার সম্মুখীনও হন। খাবার থেকেই বিষক্রিয়ার কারণে এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান। খাবারের নমুনা সংগ্রহ করে ফরেনসিকে পাঠানো হয়েছে। আগামী ডিসেম্বরের ৫ তারিখে স্পাই অ্যাকশান ঘরানার থ্রিলার মুভি ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
–
–
–
–
–
–
–
–
–