Tuesday, August 19, 2025

ওড়িশায় জল চেয়ে যৌন নির্যাতনের শিকার নাবালিকা! পুড়িয়ে মারাার হুমকি, নিন্দা তৃণমূলের

Date:

বিজেপিশাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তা প্রহসনে পরিণত হয়েছে। ধর্ষণ করে খুন বা খুনের চেষ্টার ঘটনা ডবল ইঞ্জিন ওড়িশায় (Odissa) বেড়েই চলেছে। এবার নাবালিকাকে যৌন নির্যাতন অটোচালকের। এখানেই শেষ নয়। নাবালিকা যাতে মুখ না খোলে সেই কারণ জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে অভিযুক্ত। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল।

৮ অগাস্ট ওড়িশার (Odissa) কটকে নাবালিকাকে যৌন হেনস্থা করে অটোচালক। ঘটনাটি চেপে রাখার জন্য নাবালিকাকে গায়ে আগুন লাগিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছিল। নাবালিকার পরিবারের অভিযোগ, ঘটনার দিন এক বন্ধুর সঙ্গে অটোতে করে জগৎপুর থেকে বাদামবাড়িতে যাচ্ছিল নির্যাতিতা। শিখরপুরে পৌঁছনোর পর অটোচালকের কাছে জল চেয়েছিল তারা। কিন্তু অটোতে জল ছিল না। রাস্তার একপাশে অটো থামিয়ে জল কিনতে গিয়েছিল বন্ধু। সেই সুযোগেই নাবালিকাকে (Minor Girl) যৌন হেনস্থা করে অটোচালক। অশালীন আচরণ করে অটোর মধ্যে। যৌন হেনস্থার পর চিৎকার করে উঠেছিল নাবালিকা। তখনই তার মুখ চেপে ধরে অটো চালক হুমকি দেয়। এক সপ্তাহ পর পরিবারকে যৌন হেনস্থার শিকার হয়ে অভিযোগ জানায় নাবালিকা। তার ভিত্তিতে সোমবার অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল টেস্ট করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)। স্যোশাল মিডিয়ায় লেখে,
“যে যে রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আছে, সেই সেই রাজ্যে নারী নিরাপত্তা প্রহসনে পরিণত হয়েছে। ওড়িশায় এক নাবালিকাকে শারীরিকভাবে নিগ্রহ করার ঘটনা সামনে এল এক অটোচালকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, সেই নাবালিকাকে গায়ে পেট্রল দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে – যদি সে মুখ খোলে তাহলে।
এখন কোথায় আমাদের ‘বেটি বাঁচাও’-এর ধ্বজাধারীরা? লজ্জা থাকলে আর কোনোদিন নারী সুরক্ষা নিয়ে জ্ঞান দিতে আসবেন না।”

Related articles

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...

স্কুলে গুলির আতঙ্ক! শিক্ষকের উপর হামলার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রের

নজিরবিহীন ঘটনা ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার চোরেশ্বর হাইস্কুলে। ক্লাসে দুষ্টুমি করায় শিক্ষকের কাছে চড় খেয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে...

মধ্যমগ্রাম বিস্ফোরণে পরকীয়া-যোগ! প্রেমিকার স্বামীকে খুনের ছক কষেছিল সচ্চিদানন্দ

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বয়েজ স্কুল সংলগ্ন ‘রবীন্দ্র মুক্ত মঞ্চ’ এলাকায় প্রবল বিস্ফোরণের (explotion in Madhyamgram) ঘটনায় ব্যবহার...
Exit mobile version