Tuesday, August 19, 2025

মিথ্যাচারের পর্দাফাঁস! সিঙ্গুরের নার্সের দেহে নেই আঘাতের চিহ্ন, ক্ষমা চাক বিরোধীরা: দাবি কুণালের

Date:

গলায় ফাঁস লাগিয়েই মৃত্যু হয়েছে সিঙ্গুরের নার্স দীপালি জানার (Dipali Jana)। তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। হুগলির সিঙ্গুরের (Singur) নার্সের দেহের ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই জানিয়েছে কল্যাণী এইমস। আর এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, শকুনের রাজনীতি করছে বিরোধীরা। তাঁদের নাকখত দিয়ে ক্ষমা চাওয়া উচিৎ।

গত বুধবার রাত ১১টা নাগাদ নার্সিংহোমে দীপালি গলায় দড়ি দেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে নার্সিংহোমের মালিক এবং মৃতার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। আত্মহত্যার কথা বললেও দীপালিকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীরা। তারাই পরিবারকে উস্কিয়ে দেহের ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারের অধীন হাসপাতালে করাতে চান। সেই মতো ময়নাতদন্ত হয় কল্যাণী এইমস্-এ। চার ফরেন্সিক বিশেষজ্ঞ ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করেন। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ায় মৃত্যু হয়েছে দীপালির (Dipali Jana)। শারীরিক নির্যাতনের কোনও চিহ্ন নেই।

এই রিপোর্টের পরেই সরব হয় তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক জানান, যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। কিন্তু যে ভাবে রাম-বাম কুৎসিৎভাবে দেহ দখল করতে চেয়ে টানাটানি করেছে তা অত্যন্ত নিন্দনীয়। পরিবারের দাবি মতোই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। আর সেখানেই বিরোধীদের মিথ্যাচারের পর্দাফাঁস হয়েছে। মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করা বিরোধীদের উচিৎ এই ঘটনায় এবার প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া।

Related articles

এসএসসি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি রাজ্যের, বৈঠকে মুখ্যসচিব

স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুলভাবে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে এবার বিশেষ উদ্যোগ...

জনসংযোগ বাড়ান, ক্যাম্পে যান: জেলাওয়ারি বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেকের

পাখির চোখ বিধানসভা নির্বাচন। বাংলাজুড়ে জেলা ভিত্তিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

DHFC-কে সমীহ করলেও সেমিফাইনালে আত্মবিশ্বাসী অস্কার

ডুরান্ডে ডার্বি জয়ের পর এবার সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানে লাল-হলুদ শিবিরের প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ধারেভারে এগিয়ে থাকলেও...

২৬ হাজার চাকরি বাতিলে রিভিউ পিটিশনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলে রিভিউ পিটিশনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলার রায়ের...
Exit mobile version