Wednesday, November 5, 2025

মিথ্যাচারের পর্দাফাঁস! সিঙ্গুরের নার্সের দেহে নেই আঘাতের চিহ্ন, ক্ষমা চাক বিরোধীরা: দাবি কুণালের

Date:

গলায় ফাঁস লাগিয়েই মৃত্যু হয়েছে সিঙ্গুরের নার্স দীপালি জানার (Dipali Jana)। তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। হুগলির সিঙ্গুরের (Singur) নার্সের দেহের ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই জানিয়েছে কল্যাণী এইমস। আর এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, শকুনের রাজনীতি করছে বিরোধীরা। তাঁদের নাকখত দিয়ে ক্ষমা চাওয়া উচিৎ।

গত বুধবার রাত ১১টা নাগাদ নার্সিংহোমে দীপালি গলায় দড়ি দেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে নার্সিংহোমের মালিক এবং মৃতার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। আত্মহত্যার কথা বললেও দীপালিকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীরা। তারাই পরিবারকে উস্কিয়ে দেহের ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারের অধীন হাসপাতালে করাতে চান। সেই মতো ময়নাতদন্ত হয় কল্যাণী এইমস্-এ। চার ফরেন্সিক বিশেষজ্ঞ ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করেন। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ায় মৃত্যু হয়েছে দীপালির (Dipali Jana)। শারীরিক নির্যাতনের কোনও চিহ্ন নেই।

এই রিপোর্টের পরেই সরব হয় তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক জানান, যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। কিন্তু যে ভাবে রাম-বাম কুৎসিৎভাবে দেহ দখল করতে চেয়ে টানাটানি করেছে তা অত্যন্ত নিন্দনীয়। পরিবারের দাবি মতোই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। আর সেখানেই বিরোধীদের মিথ্যাচারের পর্দাফাঁস হয়েছে। মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করা বিরোধীদের উচিৎ এই ঘটনায় এবার প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া।

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version