মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক ও নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝের টানেলে জল জমে থাকায় পাওয়ার ব্লক করা হয়েছে বলে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে জানা যাচ্ছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার স্টেশন) থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি এলাকার জন্য) পর্যন্ত আপ-ডাউন মেট্রো চলছে। মঙ্গলবার রাতের বৃষ্টির ফলেই টানেলে জল ঢুকেছে বলে মনে করছেন আধিকারিকরা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষোভ মেট্রো যাত্রীদের।

–

–

–

–

–

–

–

–

–
