Sunday, January 18, 2026

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

Date:

Share post:

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’। নাম ভূমিকায় থাকছেন বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborti)। এছাড়াও রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসেন-সহ জনপ্রিয় অভিনেতারা। এই ছবিতে সাহিত্যেকের ছেলেবেলার ভূমিকায় দেখা যাবে বিহান চন্দকে। রাজশেখরের বৌদির চরিত্রে অভিনয় করেছেন নবাগতা শ্রেয়সী। বেশ কয়েকদিন ধরেই বাংলা ভাষা ও বাংলার মানুষদের ভিনরাজ্যে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। রাজ্যর বাইরে অনেক ক্ষেত্রে বাংলায় কথা বললে তাঁকে বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে। এবার সেই অত্যাচারের প্রতিবাদ হয়েই আসছে এই ছবি।

এই তথ্যচিত্রটি অভিজিৎ পালের পরিচালক হিসেবে প্রথম ছবি। ছবির গল্প, স্ক্রিপ্ট, ডায়লগ, কম্পোজিশন, লোকেশন, লুক সেট থেকে আর্ট ডিরেক্টর সবকিছু নিজেই সামলে নিয়েছেন অভিজিৎ। মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন সুব্রত মাইতি। এই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন নচিকেতা। এছাড়াও ‘মাটির গান’ গেয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সিদ্ধার্থ চক্রবর্তী। কম্পোজার হিসেবে কাজ করছেন কৌশিক মুখোপাধ্যায়।

রাজশেখর বসু থেকে শশীশেখর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রফুল্ল চন্দ্র, অনুশীলন সমিতি, গিরিন্দ্রশেখর-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রদের দেখা যাবে এই ছবিতে। এই তথ্যচিত্রে (Documentary) বর্তমান ও স্বাধীনতার আগের ঘটনার এক অপূর্ব মেলবন্ধন ঘটবে বলেই মনে করা হচ্ছে। তবে রাজশেখরকে নিয়ে এই ধরণের কাজ বাংলা তথা ভারতে প্রথম বলেই এখন থেকেই দর্শককূলের উন্মাদনা তুঙ্গে।এই তথ্যচিত্রের শুটিং হয়েছে কলকাতা, নদিয়ার বীরনগর, দ্বারভাঙ্গা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ও পটনায়।

spot_img

Related articles

বিজেপি শাসিত অসমে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! খুনের অভিযোগে সরব পরিবার 

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার আরও এক পরিযায়ী শ্রমিক। এবার ঘটনাস্থল বিজেপি শাসিত রাজ্য...

শাহর মূর্তি ভাঙায় মোদির প্রায়শ্চিত্ত? বিদ্যাসাগরের ছবি উপহারে ‘উপরসা’ কটাক্ষ তৃণমূলের

কলকাতায় রোড শো করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ছিলেন অমিত শাহ ও তাঁর অনুগামীরা। কাকতালীয়ভাবে তখনও একটা নির্বাচন...

কলকাতা হাই কোর্টে এবার মিট্টি ক্যাফে, উদ্বোধনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

বিচারালয়ের অলিন্দে এবার কফির সুবাসের সঙ্গে মিশে গেল মানবিকতার ছোঁয়া। রবিবার দুপুরে কলকাতা হাই কোর্টের ‘ই’ গেট চত্বরে...

সভা করলেন মোদি: দিনভর সিঙ্গুর, হুগলির মানুষ চরম ভোগান্তিতে

সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তার জন্য বাংলার মানুষের ভোগান্তি হবে না, তা যে হওয়ারই...