Saturday, November 15, 2025

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

Date:

Share post:

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’। নাম ভূমিকায় থাকছেন বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborti)। এছাড়াও রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসেন-সহ জনপ্রিয় অভিনেতারা। এই ছবিতে সাহিত্যেকের ছেলেবেলার ভূমিকায় দেখা যাবে বিহান চন্দকে। রাজশেখরের বৌদির চরিত্রে অভিনয় করেছেন নবাগতা শ্রেয়সী। বেশ কয়েকদিন ধরেই বাংলা ভাষা ও বাংলার মানুষদের ভিনরাজ্যে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। রাজ্যর বাইরে অনেক ক্ষেত্রে বাংলায় কথা বললে তাঁকে বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে। এবার সেই অত্যাচারের প্রতিবাদ হয়েই আসছে এই ছবি।

এই তথ্যচিত্রটি অভিজিৎ পালের পরিচালক হিসেবে প্রথম ছবি। ছবির গল্প, স্ক্রিপ্ট, ডায়লগ, কম্পোজিশন, লোকেশন, লুক সেট থেকে আর্ট ডিরেক্টর সবকিছু নিজেই সামলে নিয়েছেন অভিজিৎ। মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন সুব্রত মাইতি। এই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন নচিকেতা। এছাড়াও ‘মাটির গান’ গেয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সিদ্ধার্থ চক্রবর্তী। কম্পোজার হিসেবে কাজ করছেন কৌশিক মুখোপাধ্যায়।

রাজশেখর বসু থেকে শশীশেখর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রফুল্ল চন্দ্র, অনুশীলন সমিতি, গিরিন্দ্রশেখর-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রদের দেখা যাবে এই ছবিতে। এই তথ্যচিত্রে (Documentary) বর্তমান ও স্বাধীনতার আগের ঘটনার এক অপূর্ব মেলবন্ধন ঘটবে বলেই মনে করা হচ্ছে। তবে রাজশেখরকে নিয়ে এই ধরণের কাজ বাংলা তথা ভারতে প্রথম বলেই এখন থেকেই দর্শককূলের উন্মাদনা তুঙ্গে।এই তথ্যচিত্রের শুটিং হয়েছে কলকাতা, নদিয়ার বীরনগর, দ্বারভাঙ্গা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ও পটনায়।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...