Thursday, January 15, 2026

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির সভায় যেভাবে শিখ সম্প্রদায়কে অপমান করা বঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), সুকান্ত মজুমদারদের (Sukanta Majumder) পাশে সারাক্ষণ তিনি ঘুরলেন, তাতে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপির রাজনৈতিক মঞ্চে নরেন্দ্র মোদির শুক্রবারের সর্বক্ষণের সঙ্গী ছিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনিত সিং বিট্টু (Ravneet Singh Bittu)। যিনি লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই রাতারাতি মন্ত্রিত্ব পেয়ে গিয়েছেন। আর সেই সঙ্গে উপস্থিত ছিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

কার্যত এই দৃশ্য বাংলার মাটিতে অত্যন্ত অপমানজনক, দাবি তৃণমূলের। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) প্রশ্ন তোলেন, রবনিত সিং বিট্টু (Ravneet Singh) বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন? একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একসময় পাঞ্জাবী শিখদের দেখে বলেছিলেন তোমরা খালিস্তানি। কিন্তু রবনিত সিং আপনি আপনার ইমানটা বিক্রি করলেন। যে শুভেন্দু অধিকারী শিখদের অপমান করেছিলেন তাঁকে ক্ষমা চাওয়াতে পারলেন না।

আরও পড়ুন: কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

আরেক বঙ্গ বিজেপি নেতা সম্পর্কে রাজ্যের মন্ত্রী প্রশ্ন তোলেন, সুকান্ত মজুমদার নিজের চপ্পলটা খুলে দিয়ে একজন শিখ পুলিশ কর্তা তাঁর পাগড়ির উপর ছুঁড়েছিলেন। রবনিত সিং বিট্টু আপনি আজ তাঁদের সঙ্গে বসে আপনার সম্মান বিক্রি করলেন। কারণ আপনি উন্নতি খুঁজছিলেন। আপনার চেহারাটা দেখে নিল বাংলার শিখ সম্প্রদায়ের মানুষ।

সেই সঙ্গে মন্ত্রী জানান, শিখ সম্প্রদায়ের তরফ থেকে শুক্রবারই বিবৃতি জারি করা হয়েছে। তাঁরা সরব হয়েছেন রবনিত সিং বিট্টুর বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন, তার পরে তাঁরা ধীক্কার জানিয়ে বিবৃতি দিয়েছেন।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...