Thursday, December 25, 2025

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির সভায় যেভাবে শিখ সম্প্রদায়কে অপমান করা বঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), সুকান্ত মজুমদারদের (Sukanta Majumder) পাশে সারাক্ষণ তিনি ঘুরলেন, তাতে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপির রাজনৈতিক মঞ্চে নরেন্দ্র মোদির শুক্রবারের সর্বক্ষণের সঙ্গী ছিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনিত সিং বিট্টু (Ravneet Singh Bittu)। যিনি লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই রাতারাতি মন্ত্রিত্ব পেয়ে গিয়েছেন। আর সেই সঙ্গে উপস্থিত ছিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

কার্যত এই দৃশ্য বাংলার মাটিতে অত্যন্ত অপমানজনক, দাবি তৃণমূলের। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) প্রশ্ন তোলেন, রবনিত সিং বিট্টু (Ravneet Singh) বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন? একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একসময় পাঞ্জাবী শিখদের দেখে বলেছিলেন তোমরা খালিস্তানি। কিন্তু রবনিত সিং আপনি আপনার ইমানটা বিক্রি করলেন। যে শুভেন্দু অধিকারী শিখদের অপমান করেছিলেন তাঁকে ক্ষমা চাওয়াতে পারলেন না।

আরও পড়ুন: কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

আরেক বঙ্গ বিজেপি নেতা সম্পর্কে রাজ্যের মন্ত্রী প্রশ্ন তোলেন, সুকান্ত মজুমদার নিজের চপ্পলটা খুলে দিয়ে একজন শিখ পুলিশ কর্তা তাঁর পাগড়ির উপর ছুঁড়েছিলেন। রবনিত সিং বিট্টু আপনি আজ তাঁদের সঙ্গে বসে আপনার সম্মান বিক্রি করলেন। কারণ আপনি উন্নতি খুঁজছিলেন। আপনার চেহারাটা দেখে নিল বাংলার শিখ সম্প্রদায়ের মানুষ।

সেই সঙ্গে মন্ত্রী জানান, শিখ সম্প্রদায়ের তরফ থেকে শুক্রবারই বিবৃতি জারি করা হয়েছে। তাঁরা সরব হয়েছেন রবনিত সিং বিট্টুর বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন, তার পরে তাঁরা ধীক্কার জানিয়ে বিবৃতি দিয়েছেন।

spot_img

Related articles

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...

চকচকে ফ্রেমে ফাঁপা কনটেন্ট, হতাশ করল কার্তিক-অনন্যার নতুন বলিউড ছবি 

প্রেমের গল্পে মূল উপাদান প্রেমিক-প্রেমিকার রসায়নের বিশ্বাসযোগ্যতা। কিন্তু গল্পের শুরু থেকেই যদি সেটা 'ভ্যানিশ' হয়ে যায় তাহলে বোধহয়...

বিজেপির গুন্ডাদের হামলায় বাংলার পরিযায়ী শ্রমিক খুন সম্বলপুরে, হত ১, আহত ২

বিজেপি রাজ্যে নৃশংস খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক(Bengal Migrant Workers)। বাংলাদেশি তকমা দিয়ে বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের উপর...