Saturday, August 23, 2025

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালতের। শুক্রবার দুপুর ২টোয় JEE-র ফল প্রকাশ। বিকেল ৪টেয় সরকারি কলেজগুলির ভর্তির মেধাতালিকা প্রকাশ। বিকেল চারটের পর সরকারি কলেজে ভর্তির মেধাতালিকাও দেখা যাবে উচ্চশিক্ষা দফতরের পোর্টালে।

শুক্রবার প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের তরফে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য এবার জয়েন্টের মেধা তালিকা প্রকাশ করে কাউন্সেলিং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।”

কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ জয়েন্টের JEE মেধা তালিকা প্রকাশে স্থগিতাদেশ দিয়েছিলেন। রাজ্য সরকারের তরফে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পালটা মামলা করা হয়। শুক্রবার সেই মামলাতেই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এদিকে ফল প্রকাশ করতে তড়িঘড়ি আজকেই বৈঠকে বসছেন জয়েন্ট বোর্ডের আধিকারিকরা।

এই রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিক‍্যাল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। জয়েন্ট এন্ট্রান্স মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে রায় দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। কৌশিক চন্দের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ জয়েন্ট এন্ট্রান্স ফল প্রকাশে আপাতত কোনও বাধা থাকল না। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, অবিশ্বাসযোগ্য! স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। কী ভাবে এটা করা যায়?”

spot_img

Related articles

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...