ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

Date:

Share post:

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে তা নিয়ে শুরু হয়েছে গভীর জল্পনা। কেননা হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ছায়াসঙ্গী বলে পরিচিত সার্জিও গর(Sergio Gor) একইসঙ্গে ভারত ছাড়াও পাকিস্তান ও বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলাবেন।

এতদিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে থাকা কর্মী-আধিকারিকদের অধিকর্তার পদ সামলেছেন সার্জিও (Sergio Gor)। তাঁকেই ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত বাছলেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভোরে এই মর্মে এক নির্দেশিকায় স্বাক্ষর করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা কথান্তর। কেউ বলছেন, আসলে ট্রাম্প নিজেই ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নয়াদিল্লিতে যাচ্ছেন। আবার কেউ বলছেন, হোয়াইট হাউসে তাঁর ‘পুতুল’-কে ভারতের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন। সেইসঙ্গে চর্চা শুরু হয়েছে ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা ও আসল উদ্দেশ্য নিয়ে।

বর্তমান সময়ে বাণিজ্য শুল্ক নিয়ে ভারত-মার্কিন সংঘাত শুরু হয়েছে। ফলে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। ভারত-পাক সংঘাতের পর হোয়াইট হাউসের কিছু ভূমিকা ভারতের পরিপন্থী হয়ে উঠেছিল। সেই আবহে ব্যক্তিগত সহকারীকে একসঙ্গে ভারত উপমহাদেশের তিন গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়ার পিছনে গভীর রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের তিন দেশের পারস্পরিক সম্পর্কও এখন তলানিতে।

ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর জন্মসূত্রে উজবেক। জন্ম উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে। পুরো নাম সার্জিও গরকোভস্কি। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর ছয় বছর বয়সি গোরকে নিয়ে তাঁর বাবা-মা আমেরিকায় পাড়ি দেন। সেই গরই ভারতের মতো বিশাল দেশের রাষ্ট্রদূত মনোনীত হলেন। মার্কিন প্রেসিডেন্টের ছায়াসঙ্গীর এই রাষ্ট্রদূত মনোনীত হওয়া দুই দেশের বৈদেশিক সম্পর্কে কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার।

spot_img

Related articles

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...

যোগী রাজ্যে ধর্মীয় স্থানে হানা, মৌলবির স্ত্রী ও দুই কন্যা খুনে আতঙ্ক

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাগপত জেলার গাঙ্গলোনি গ্রামে মসজিদের ভিতরে নৃশংস হত্যাকাণ্ড। মৌলবি ইব্রাহিমের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী এবং দুই শিশু...