Saturday, August 23, 2025

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

Date:

Share post:

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে তা নিয়ে শুরু হয়েছে গভীর জল্পনা। কেননা হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ছায়াসঙ্গী বলে পরিচিত সার্জিও গর(Sergio Gor) একইসঙ্গে ভারত ছাড়াও পাকিস্তান ও বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলাবেন।

এতদিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে থাকা কর্মী-আধিকারিকদের অধিকর্তার পদ সামলেছেন সার্জিও (Sergio Gor)। তাঁকেই ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত বাছলেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভোরে এই মর্মে এক নির্দেশিকায় স্বাক্ষর করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা কথান্তর। কেউ বলছেন, আসলে ট্রাম্প নিজেই ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নয়াদিল্লিতে যাচ্ছেন। আবার কেউ বলছেন, হোয়াইট হাউসে তাঁর ‘পুতুল’-কে ভারতের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন। সেইসঙ্গে চর্চা শুরু হয়েছে ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা ও আসল উদ্দেশ্য নিয়ে।

বর্তমান সময়ে বাণিজ্য শুল্ক নিয়ে ভারত-মার্কিন সংঘাত শুরু হয়েছে। ফলে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। ভারত-পাক সংঘাতের পর হোয়াইট হাউসের কিছু ভূমিকা ভারতের পরিপন্থী হয়ে উঠেছিল। সেই আবহে ব্যক্তিগত সহকারীকে একসঙ্গে ভারত উপমহাদেশের তিন গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়ার পিছনে গভীর রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের তিন দেশের পারস্পরিক সম্পর্কও এখন তলানিতে।

ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর জন্মসূত্রে উজবেক। জন্ম উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে। পুরো নাম সার্জিও গরকোভস্কি। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর ছয় বছর বয়সি গোরকে নিয়ে তাঁর বাবা-মা আমেরিকায় পাড়ি দেন। সেই গরই ভারতের মতো বিশাল দেশের রাষ্ট্রদূত মনোনীত হলেন। মার্কিন প্রেসিডেন্টের ছায়াসঙ্গীর এই রাষ্ট্রদূত মনোনীত হওয়া দুই দেশের বৈদেশিক সম্পর্কে কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার।

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...