পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

Date:

Share post:

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে হাড়ের ব্যাঙ্ক অর্থাৎ বোন ব্যাঙ্ক গড়ে তোলা হবে। শুক্রবার এর আনুষ্ঠানিক ঘোষণা করল স্বাস্থ্য দফতর। জারি করা হয়েছে নির্দেশিকা। স্বাস্থ্যভবন জানিয়েছে, পিজি-র অধিকর্তার পাঠানো প্রস্তাব অনুযায়ী বোন ব্যাঙ্ক গড়ে তোলা হবে বর্তমান পরিকাঠামো ও লোকবলকে সম্বল করেই। ব্যাঙ্ক চালু হলে পূর্ব ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় এটি চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

কী সুবিধা হবে বোন ব্যাঙ্ক চালু হলে?
হাড়ের ব্যাঙ্ক চালু হলে দুর্ঘটনা বা চিকিৎসা সংক্রান্ত জটিল পরিস্থিতিতে রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে যাদের হাত বা পা ভেঙে গিয়েছে, ক্যান্সার বা সংক্রমণের কারণে হাড় কেটে বাদ দিতে হয়েছে, তাদের ক্ষেত্রে সংরক্ষিত হাড় প্রতিস্থাপন জীবন রক্ষাকারী ভূমিকা নিতে পারে।
এই ব্যাঙ্কের মাধ্যমে সংরক্ষিত হাড় ব্যবহার করে রোগীদের দুটি ধরণের চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব
* দুর্ঘটনা বা আঘাতজনিত হাড় ভাঙার ক্ষেত্রে প্রতিস্থাপন।
* চিকিৎসা সংক্রান্ত কারণে কেটে ফেলা হাড়ের পুনর্বাসন।

শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে হাড়ের ব্যাঙ্ক গড়ে ওঠার ফলে, ভবিষ্যতে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের রোগীরা স্থানীয় চিকিৎসা সুবিধার সুবিধা পাবেন।

spot_img

Related articles

আর এস ভাইরাসে কাবু সদ্যজাতরা! চিন্তা বাড়ছে চিকিৎসক মহলে

কারোর জ্বর, কারোর সর্দি কাশি কমছে না, কেউ আবার প্রবল শ্বাসকষ্টে ভুগছে- একরত্তিদের এই উপসর্গ ঘিরে শিশু হাসপাতালে...

দুর্গোৎসব ৪৩২: এবার পুজোয় বাংলার পরিচালকের তথ্যচিত্র দেখানো হবে টাইমস স্কয়ারে

পুজোর গন্ধ সাত সমুদ্র, তেরো নদী পেরিয়ে পৌঁছে গিয়েছে মার্কিন মুলুকে। সে গন্ধের আরও কিছুটা সুবাস ছড়াতে মহানবমীতে...

শরৎচন্দ্রের সার্ধশতবর্ষে স্মারক গ্রন্থ ‘ভিন্নমাত্রার শরৎচন্দ্র’ প্রকাশ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sharat Chadra Chattopadhyay) সার্ধশতবর্ষ উপলক্ষে প্রকাশিত হলো স্মারক গ্রন্থ ‘ভিন্নমাত্রার শরৎচন্দ্র’। রবিবার সন্ধ্যায় গোলপার্কের রামকৃষ্ণ মিশন...

CV আপডেট করছেন মহিষাসুর! পাঠাবেন কাকে? পুজোর মিমে আমোদ স্যোশাল মিডিয়ায়

বৎসরান্তে ছেলেমেয়ে, বাহন-সহ বাপের বাড়ি আসেন দুর্গা। তবে, পিছু পিছু আসেন চিরশত্রু মহিষাসুরও। তাঁকে ছাড়া পুজো (Durga Puja)...