Sunday, August 24, 2025

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির অপমানের প্রতিবাদে কলকাতার মেয়ো রোডে টানা প্রায় পাঁচ মাসের ধর্না কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শনিবার সেই মঞ্চে হাজির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তিনি বলেন, ‘সারা বিশ্বের মধ্যে বাংলা ভাষা তৃতীয় স্থানে রয়েছে। এ ভাষা আমাদের গর্বের। বিশ্বজুড়ে বাঙালিরা থাকেন, আমরা গর্বিত আমরা বাঙালি। নোবেলজয়ী থেকে শুরু করে ক্রীড়া কর্পোরেট জগত সর্বত্রই জ্বলজ্বল করছে বাঙালিদের নাম ও কৃতিত্ব। বাংলা ভাষাকে যেন অন্য কোনও কিছুর তকমা না দেওয়া হয়। আমি বাংলা ভাষায় সিনেমা করি আর তাঁর জন্য আমি গর্বিত।’

এদিন গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় তৃণমূলের ‘জয় হিন্দ বাহিনী’। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja),বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar),তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh),সব্যসাচী দত্ত, বৈশ্বানর চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, অরূপ চক্রবর্তীরা। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভাষা আন্দোলন’ সংঘটিত করার ডাক দিয়েছিলেন। সেইমতো চলছে ঘাসফুলের কর্মসূচি। এদিন জয় হিন্দ বাহিনীর ধর্নামঞ্চ থেকে শোনা যায় বিজেপি বিরোধী স্লোগান। বলা হয়, ‘মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখান থেকেই তৃণমূলের বিধায়ক হবে ২০২৬-এ। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে তৃণমূলের।’ ভাষাসন্ত্রাস এবং এসআইআরের বিরুদ্ধে যেভাবে সংসদের ভিতরে এবং বাইরে তৃণমূলের সাংসদেরা লড়াই করছেন নেতৃত্ব দিচ্ছেন সে-কথাও উঠে আসে বক্তাদের কথায়। সকলেই কড়া সমালোচনা করেছেন গায়ের জোরে আনা সংবিধান সংশোধনী বিলের। যেভাবে দেশে বিরোধীদের শূন্য করতে জেলে ভর্তির ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে বিজেপির তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version