Wednesday, August 27, 2025

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা বাংলার মন জিতে নিয়েছে এই তরুণ ক্লাবটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) হাতে তৈরি হওয়া এই ক্লাব যেন বাংলা ফুটবলকে নতুন দিশা দেখাচ্ছে। স্বপ্ন দেখাচ্ছে সকলকে। দল হারলেও তারা মন জিতে নিয়েছে সকলের। গর্বিত দলের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পারফরম্যান্সে যেমন খুশি তিনি। তেমনই বাংলার দলের পাশে গোটা বঙ্গবাসীকে দাঁড়াতে দেখেও গর্বিত অভিষেক(Abhishek Banerjee)।

রবিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগতাড়িত বার্তা দিয়েছেন চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “বাংলা, গতকাল আমাদের গর্বিত করেছে।এটাই আমাদের প্রথম ডুরান্ড কাপ ছিল। আমার মনে হয় না কোনও নতুন অভিষেকেই ডুরান্ডে এমন পারফরম্যান্স করেছেন। আর এটা সম্ভব হয়েছে একমাত্র তাদের জন্য যারা প্রতিটা পদক্ষেপে এই দলের পাশে থেকেছে। তাদের সাপোর্ট, হাততালি প্রতিটা সময় ডায়মন্ডহারবার এফসিকে উদ্বুদ্ধ করেছে”।

অভিষেক আরও লেখেন, “হ্যাঁ ট্রফিটা হয়ত এবার আমরা পাইনি। কিন্তু আমাদের দলের ছেলেরা তাদের সর্বোস্ব দিয়ে চেষ্টা করেছিল জেতার। দ্বিতীয়বার এই ট্রফি জেতার জন্য নর্থইস্ট ইউনাইটেডকে অনেক শুভেচ্ছা। তবে এটা শেষ নয়, শুরু। জাতীয় স্তরেও নিজেদের সেরাটা ধরে রাখার চেষ্টা করব আমরা। পশ্চিমবঙ্গ থেকে এবার ডায়মন্ডহারবার এফসিই একমাত্র দল যারা আইলিগ খেলছে”।

ডুরান্ড এখন অতীত। এখন থেকেই ডায়মন্ডহারবার এফসির পাখির চোখ আইলিগ(I league)। শেষ তিন বছরে একের পর এক সাফল্য পেয়েছে বাংলার এই দল। এবার আইলিগ জিতলেই পরেরবার আইএসএলের দড়জা খুলবে তারা। ডায়মন্ডহারবার এখন বাংলাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version