Tuesday, August 26, 2025

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

Date:

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে গোবিন্দর নামে একগুচ্ছ মামলা দায়ের করেছেন। গোবিন্দার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন সুনীতা। তবে সমস্ত জল্পনাতে জল ঢেলে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো বিষয়টিকেই গুজব বলে দিলেন। তিনি বলেন, ‘আদালতে কোনও মামলা নেই। সব নিষ্পত্তি হয়ে গিয়েছে। পুরোনো বিষয়কে তুলে আনা হচ্ছে।’ গোবিন্দা-সুনীতার ঘনিষ্ঠমহল সূত্রে খবর, গণেশ চতুর্থীতে আবার নাকি দু’জনকে একসাথে দেখা যাবে। গতকাল জানা গিয়েছিল সুনীতার অভিযোগের উপর ভিত্তি করেই মে এবং জুন মাস নাগাদ আদালত থেকে সমন পাঠানো হয় গোবিন্দাকে। সুনীতা নির্দিষ্ট তারিখে আদালতে হাজিরা দিয়েছেন কিন্তু অনুপস্থিত ছিলেন গোবিন্দা।

তারকা দম্পতিকে নিয়ে বিচ্ছেদ জল্পনা নতুন কিছু নয়। তবে সুনীতা কিছু দিন আগে চণ্ডীগড়ে মহাকালীর মন্দিরে গিয়েছিলেন। সেখানে তিনি পুরোহিতকে বলেন “গোবিন্দাকে স্বামী হিসেবে পেয়েছি। দুই সন্তানের মা হয়েছি। আমাদের দু’জনের মধ্যে যে আসবে তাকে দেবী মা সরিয়ে দেবেন।’ এর আগে বহুবার সুনীতা-গোবিন্দার সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে। দু’জনের আলাদা বাড়িতে থাকা নিয়েও কথা উঠেছে । যদিও সুনীতা জানিয়েছেন, আলাদা থাকার সাথে বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই। যদিও মাঝেমাঝে গোবিন্দাকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সুনীতা। তবে এই টানাপোড়েনের মধ্যেও গোবিন্দা-সুনীতার ৩৭ বছরের দাম্পত্য সম্পর্ক এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখতে উৎসুক ভক্তকুল।

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version