Sunday, August 24, 2025

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

Date:

Share post:

বলিউডে ফের ‘ট্রায়াল’ দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে নেই। কখনও বলিউড তো কখনও দক্ষিণ ভারতীয় সিনেমায় নিজের দক্ষতা প্রমাণে ব্যস্ত। এবার আবার অভিনেত্রী কাজলের সঙ্গে দ্বিতীয় কাজে নেমে পড়েছেন। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করার মতো। সাম্প্রতিককালে তিনি মুম্বইয়ে যতগুলো কাজ করেছেন সবেতেই সবল নারী চরিত্রের বিপরীতে দেখা কাছে তাঁকে। ‘ট্রায়াল সিজন ২’-তেও একই ঘটনার পুনরাবৃত্তি। পুরুষতান্ত্রিক সমাজের এই চ্যালেঞ্জটা নিতে ভয় করে না ‘বাংলার মহাপ্রভু’র? যিশুর সাফ উত্তর, ‘টাকা পাই তাই এই ধরনের কাজ করি।’

বাঙালি অভিনেতার সাম্প্রতিককালের বলিউডি ক্যারিয়ারগ্রাফ দেখলে বোঝা যায় “মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’, ‘শকুন্তলা দেবী’ কিংবা অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’- এর মতো সিনেমায় মহানগরীর দাপুটে নায়িকাদের বিপরীতে তিনি কম স্ক্রিন প্রেজেন্সের সিনেমাতেও অবলীলায় দুর্দান্ত অভিনয় করে গেছেন। ‘দ্য ট্রায়াল’ (The Trial) সিরিজে তাঁর চরিত্র কিছুটা নেগেটিভ ছিল বটে, কিন্তু সিজন টু-তে তাঁর একাধিক চ্যালেঞ্জিং রূপ সামনে আসবে। এবার তিনি চরিত্রের প্রয়োজনে রাজনীতিতে ঢুকছেন। উকিল-স্ত্রী কাজলের (Kajol) সঙ্গে দূরত্ব কি কমবে নাকি বিচ্ছেদ দেখা যাবে, তা জানতে আর কিছুদিনের অপেক্ষা। তবে চিত্রনাট্য অনুযায়ী এই ধরণের দাপুটে নারীর বিপরীতে কাজ করতে মেল ইগো হার্ট হয় না যিশুর (Jishu U Sengupta)? অভিনেতা খানিকটা রসিকতা সুরে বলেন, “যা টাকা চাই প্রযোজকরা তাই দেয়। টাকা ঠিকমতো দিলে আমি চরিত্রে প্রাণ দেওয়ার চেষ্টা করি।” ‘ট্রায়াল সিজন ২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর মজার উত্তরে বেশ হাসির রোল ওঠে সর্বত্র। যিশু অবশ্য তার কথা সাপেক্ষে যুক্তি দিয়ে বলেন, চরিত্র যদি ভাল হয়, গল্প যদি দর্শকের মন ছুঁতে পারে—তাহলে অভিনেতা হিসেবে আর কিছু চাওয়ার থাকে না। দর্শক যদি বিরক্ত না হন তাহলে তিনিও এই ধরনের চরিত্র করতে আপত্তি করবেন না।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...