যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

Date:

Share post:

বলিউডে ফের ‘ট্রায়াল’ দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে নেই। কখনও বলিউড তো কখনও দক্ষিণ ভারতীয় সিনেমায় নিজের দক্ষতা প্রমাণে ব্যস্ত। এবার আবার অভিনেত্রী কাজলের সঙ্গে দ্বিতীয় কাজে নেমে পড়েছেন। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করার মতো। সাম্প্রতিককালে তিনি মুম্বইয়ে যতগুলো কাজ করেছেন সবেতেই সবল নারী চরিত্রের বিপরীতে দেখা কাছে তাঁকে। ‘ট্রায়াল সিজন ২’-তেও একই ঘটনার পুনরাবৃত্তি। পুরুষতান্ত্রিক সমাজের এই চ্যালেঞ্জটা নিতে ভয় করে না ‘বাংলার মহাপ্রভু’র? যিশুর সাফ উত্তর, ‘টাকা পাই তাই এই ধরনের কাজ করি।’

বাঙালি অভিনেতার সাম্প্রতিককালের বলিউডি ক্যারিয়ারগ্রাফ দেখলে বোঝা যায় “মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’, ‘শকুন্তলা দেবী’ কিংবা অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’- এর মতো সিনেমায় মহানগরীর দাপুটে নায়িকাদের বিপরীতে তিনি কম স্ক্রিন প্রেজেন্সের সিনেমাতেও অবলীলায় দুর্দান্ত অভিনয় করে গেছেন। ‘দ্য ট্রায়াল’ (The Trial) সিরিজে তাঁর চরিত্র কিছুটা নেগেটিভ ছিল বটে, কিন্তু সিজন টু-তে তাঁর একাধিক চ্যালেঞ্জিং রূপ সামনে আসবে। এবার তিনি চরিত্রের প্রয়োজনে রাজনীতিতে ঢুকছেন। উকিল-স্ত্রী কাজলের (Kajol) সঙ্গে দূরত্ব কি কমবে নাকি বিচ্ছেদ দেখা যাবে, তা জানতে আর কিছুদিনের অপেক্ষা। তবে চিত্রনাট্য অনুযায়ী এই ধরণের দাপুটে নারীর বিপরীতে কাজ করতে মেল ইগো হার্ট হয় না যিশুর (Jishu U Sengupta)? অভিনেতা খানিকটা রসিকতা সুরে বলেন, “যা টাকা চাই প্রযোজকরা তাই দেয়। টাকা ঠিকমতো দিলে আমি চরিত্রে প্রাণ দেওয়ার চেষ্টা করি।” ‘ট্রায়াল সিজন ২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর মজার উত্তরে বেশ হাসির রোল ওঠে সর্বত্র। যিশু অবশ্য তার কথা সাপেক্ষে যুক্তি দিয়ে বলেন, চরিত্র যদি ভাল হয়, গল্প যদি দর্শকের মন ছুঁতে পারে—তাহলে অভিনেতা হিসেবে আর কিছু চাওয়ার থাকে না। দর্শক যদি বিরক্ত না হন তাহলে তিনিও এই ধরনের চরিত্র করতে আপত্তি করবেন না।

spot_img

Related articles

ভাইফোঁটার আনন্দে মাতল টলিউড, সমাজমাধ্যমে ছবি পোস্ট তারকাদের

বাংলা জুড়ে হইহই করে পালিত হল ভাইফোঁটা উৎসব। সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন, বেলা বাড়তে ভিড় বাড়ল...

নতুন মাকে জন্মদিনে শুভেচ্ছা, পরিণীতির সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ রাঘবের

মা হওয়ার পরে এই প্রথম জন্মদিন পরিণীতির। তাই স্বামী রাঘব চাড্ডা তাঁকে এবার একটু অভিনব উপায়ে জন্মদিনের শুভেচ্ছা...

আগামিকালই ভাইফোঁটা, জেনে নিন সময় ও নিয়ম

দীপাবলির আলো মুছে যাওয়ার আগেই বাঙালির (Bengali rituals) ঘরে আসে আরেক উৎসব—ভাইফোঁটা। ভাই-বোনের পবিত্র সম্পর্ককে উদ্‌যাপন করার এই...

ফের সুর হারাল বলিউড, অকাল প্রয়াণ ঋষভের

ফের বিনোদন জগতে শোকের ছায়া। দিল্লিতে (Delhi) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। বয়স...