Wednesday, November 5, 2025

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায় নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর (Subtata Thakur)। এমনকি দুই ভাইয়ের মা ছবিরানি ঠাকুরও এই ঘটনায় সুব্রতরই পক্ষ নিলেন। রাজ্যের উন্নয়নে কোনও ভূমিকা না নেওয়া শান্তনুর (Santanu Thakur) ভাঁওতাবাজিতে মতুয়া সম্প্রদায়ের মানুষ যেভাবে প্রভাবিত হয়েছেন তা থেকে ঠাকুরবাড়িকে রক্ষা করার কথা বলতেই শান্তনুর চক্ষুশূল সুব্রত। কার্যত ঠাকুরবাড়ির দুই বিজেপি নেতা তুলে ধরলেন কীভাবে গোটা রাজ্যে বিজেপি নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বে ভেঙে যাচ্ছে ২০২৬ নির্বাচনের আগে।

রবিবার ঠাকুরবাড়ির নাটমন্দিরে মতুয়াদের (Matua) নাগরিকত্বের ফর্ম ফিলাপের ব্যবস্থা করেছিলেন শান্তনু। সুব্রত ঠাকুর তারই প্রতিবাদ করেছিলেন। নাট মন্দিরকে কোনও একজনের ব্যবহারের বিপক্ষে ছিলেন বিজেপি বিধায়ক। আর তাতেই ঠাকুরবাড়িকে নিজের সম্পত্তি মনে করা শান্তনু ঠাকুর চরম ক্ষুব্ধ।

সুব্রত ঠাকুরের দাবি শান্তনু তাঁকে এবং তাঁদের মাকে অপমান করেছেন। তিনি বলেন, শান্তনু (Santanu Thakur) আমাকে বলছে আমার কোনও অধিকার নেই। তোর টিকিট কে দেয় আমি দেখে নেব। মাকেও গালাগালি দিয়েছে।

নাটমন্দির কে শান্তনুর একার ব্যবহারের প্রতিবাদ করেছেন শান্তনু সুব্রতর মা ছবিরানী ঠাকুরও। শান্তনু ঠাকুর যে নাটমন্দিরকে ব্যক্তিগত ব্যবহারের জায়গা করে নিয়েছেন, তা নিয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও। যদিও সাফাই দিতে মাঠে নেমেছেন শান্তনু। তাঁর দাবি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে অনুমতি পেয়ে কাজ করছি। মমতাবালা, সুব্রত ঠাকুর মিলে আমাকে গালাগাল করছে। সুব্রত যা করছে তা পদের লোভে।

আরও পড়ুন: বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

মতুয়া আবেগকে কাজে লাগিয়ে শান্তনু ঠাকুর যে আখেরে এত বছর ধরে শুধু নিজের স্বার্থ সিদ্ধি করে গিয়েছেন, তা নিয়ে এবার সরব খোদ তাঁর ভাই তথা সুব্রত ঠাকুর। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের মদতে যে রাজনীতি মতুয়াদের নিয়ে, ঠাকুরবাড়িকে নিয়ে করছেন শান্তনু এবার তার প্রতিবাদ করতে গিয়ে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর গোটা রাজ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবিটাই স্পষ্ট করে দিলেন।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...