Sunday, November 16, 2025

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

Date:

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর ঘটনা। চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। তবে বড়সড় কোনও দূর্ঘটনা হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। মালদা-আজিমগঞ্জ এক্সপ্রেস (Malda Ajimgunj Express) নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার আগেই ঘটে এই ঘটনা। তবে সঠিক সময়ে ট্রেন দাঁড়িয়ে যাওয়ার ফলেই দূর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কিত ট্রেন যাত্রীরা।

সূত্রের খবর মালদা থেকে আজিমগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিল মালদা-আজিমগঞ্জ এক্সপ্রেস(Malda Ajimgunj Express)। সেখানেই নিউ ফরাক্কা ঢোকার আগেই হঠাত্ করে ট্রেনের ওপর ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। সেই সময়ই ঘটে বিপত্তি। তবে সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে যায় ট্রেন। যাত্রীদেরও ট্রেন থেকে সুরক্ষিত অবস্থায় নামিয়ে আনায় হয় রেল স্টেশনে। কিন্তু এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা।

ফরাক্কা ব্যারেজে ঢোকার আগেই ঘটেছে এই ঘটনাটি। অনেকেই প্রশ্ন তুলছেন যদি সেটি ব্যারেজের ওপর হত, তবে সেখানেই দাঁড়িয়ে থাকতে হত ট্রেনটিকে এবং যাত্রীদের নামানোর কোনওরকম ব্যবস্থাও করা যেত না। এতে আতঙ্ক যে অনেক বড় আকার নিতে পারত তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের আধিকারিকরা। কেন এমন ঘটনা ঘটেছে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তদন্তও। প্রশ্ন উঠছে রক্ষণা বেক্ষণ নিয়েও। কোনও বড় দূর্ঘটনা হয়নি ঠিকই। কিন্তু হতেও যে পারত না এমন সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যায় না।

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...
Exit mobile version