Friday, August 29, 2025

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

Date:

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই ‘কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি’। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, সাংবাদিক সুমন ভট্টাচার্য, প্রকাশক সুধাংশুশেখর দে-সহ বিশিষ্টজনেরা। বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারাও যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। মুড়ি-তেলেভাজা-চা-সহ চলল আড্ডা।

বইটিতে উঠে এসেছে বাংলায় দুর্গাপুজোর সূচনা থেকে বর্তমান বিশ্বজনীন উৎসবে রূপান্তরের সংক্ষিপ্ত ইতিহাস। উল্লেখ করা হয়েছে, ১৬০৬ সালে রাজা কংস নারায়ণের হাত ধরে বাংলায় দুর্গোৎসবের সূচনা, আর ১৮৩২ সালে কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় সর্বজনীন দুর্গোৎসব শুরু করেন। তবে পাড়ায় পাড়ায় সর্বজনীন পুজোর চল শুরু হয় ১৯১০ সালে ভবানীপুরের সনাতন ধর্মৎসাহিনী সভার উদ্যোগে।

কলকাতার পুজোর ৪৩৪ বছরের বিবর্তন, বনেদি বাড়ির অজানা উপাচার, কুমোরটুলির গল্প, ওপেন আর্ট ইনস্টলেশন, আলো–আবহ–শিল্পীদের পরিচিতি সবই রয়েছে এই বইতে। পাশাপাশি রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে দুর্গাপুজোর ভূমিকার উল্লেখ এবং কীভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্লাবগুলোকে সংগঠিত করেছিলেন তারও সংক্ষিপ্ত বিবরণ।

বইটিতে এক মলাটে রাখা হয়েছে বাংলা ও ইংরেজি দুই ভাষাই, যাতে বাংলার দুর্গোৎসবের ইতিহাস পৌঁছে দেওয়া যায় ভিনরাজ্য ও বিদেশি পাঠকের কাছেও। দীপ প্রকাশনের হাত ধরে সম্রাট চট্টোপাধ্যায়ের পুজো সাংবাদিকতার ২৫ বছর পূর্তিতে প্রকাশিত হয়েছে এই অষ্টম তথা শেষ গ্রন্থ।

১৬০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা। ২৫ অগস্ট থেকে কলেজ স্ট্রিটের দীপ প্রকাশনের দোকান ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম আমাজন ও ফ্লিপকার্টে পাওয়া যাবে বইটি।

আরও পড়ুন – তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version