Monday, January 12, 2026

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

Date:

Share post:

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার এই কথা প্রমাণ করে দিল মহারাষ্ট্রের (Maharashtra) বিজেপি সরকার। যে পথে হাজার সমালোচনার সত্ত্বেও বাংলার দুর্গোৎসবকে বিশ্বমানের উৎসবে পরিণত করতে ক্লাবগুলিকে অনুদান দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এবার সেই পথে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)। গণেশ পুজোয় প্রথমবার মহারাষ্ট্রে ঘোষণা করা হল অনুদান (donation)। এবং এক্ষেত্রেও মহারাষ্ট্র সরকারের যুক্তি গণেশ উৎসব তাঁদের রাজ্যে একটি বড় শিল্প। তাই এই অনুদান।

২০১৮ সাল থেকে বাংলার দুর্গাপুজোর স্বীকৃততে ক্লাবগুলিকে অনুদান দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য, দূর্গা পুজোকে ঘিরে উৎসব যত বড় হবে, তার অনুসারী শিল্প, ছোট ছোট শিল্পী থেকে ব্যবসায়ীদের ব্যবসা বাড়বে। আখেরে উন্নতি হবে বাংলার অর্থনীতির। দুর্গাপুজো (Durgapuja) কমিটিগুলিকে এবছর ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার বিরুদ্ধে বাংলার বিজেপি নেতারা গেল গেল রব তুলে গোটা বাংলার মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন। অথচ এই বিজেপি নেতারাই দাবি করেন বাংলায় দুর্গাপূজা করতে দেয় না তৃণমূলের সরকার।

বঙ্গ বিজেপি নেতাদের দাবি কতটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা প্রমাণ করে দিলেন বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ। এবার মহারাষ্ট্রের ১,৮০০ ভজন মন্ডলের জন্য গণেশ পূজার অনুদান (donation) ঘোষণা করলেন তিনি। প্রতিটি মন্ডলকে ২৫ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে। অনলাইনে অনুদান পাওয়ার জন্য আবেদন করা যাবে। মহারাষ্ট্র সরকার উৎসাহ দিয়েছে, যত বেশি সংখ্যক আবেদন আসবে তত তারা এই প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, বলে।

আরও পড়ুন: নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

তবে মহারাষ্ট্র এই প্রথমবার নয়। এর আগেও বাঙলার প্রকল্পকে অনুসরণ করেছে। ২০২৪ সালে বিধানসভা নির্বাচন পার করতে দেবেন্দ্র ফাড়নবিশ ও একনাথ শিণ্ডে যৌথভাবে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নকল করে লাডলি বহিন যোজনা আনেন। আর বিধানসভার বৈতরণী পার হতে সেই যোজনা যে বিরাট ভূমিকা নিয়েছিল, স্বীকার করেছে বিজেপি। তবে এবার যে দুর্গাপুজোর অনুদানে এতদিন প্রবল আপত্তি জানিয়ে এসেছে বঙ্গ বিজেপির শুভেন্দু-সুকান্ত, তাঁরা ফাড়নবিশের অনুদানে কী বলবেন, সেটাই শোনার অপেক্ষা।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...