শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল ‘খেলা হবে’ (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান ছিল মূল মন্ত্র। সময় যত এগিয়েছে দলীয় রাজনীতির এই স্লোগান হয়ে উঠেছে বাংলার মানুষের। বাংলার খেলা হবে স্লোগান এখন ভারতজুড়ে।

খেলা হবে স্লোগান শুধু বাংলাতেই সীমাবদ্ধ নেই সেটা এখন বিস্তৃত ভিন রাজ্যেও। আর কয়েক মাস পরেই বিহারের বিধানসভা ভোট (Bihar Election)। হিন্দি ভাষী বিহারের প্রচারেও জায়গা করে নিয়েছে খেলা হবে স্লোগান।

কংগ্রস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) বিহারের নির্বাচনী (Bihar Election) প্রচারে ঝড় তুলেছেন। বিগত কয়েকদিন ধরেই বিহার জুড়ে ভোট অধিকার যাত্রা করছেন রাহুল। বিরোধী দলনেতার যাত্রাপথে মানুষের ঢল নামছে। কিন্তু রাহুলের ভোটের প্রচারেও খেলা হবে স্লোগান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ভিডিও-তে দেখা যাচ্ছে রাহুলের প্রচারের একটি্ দৃশ্য ,সেই দৃশ্যেই বাজছে খেলা হবে গান। ২০২১ সালে তৃণমূলের খেলা হবে গানের কথাগুলো নয়, বিজেপি শাসনে বিহারের জীবন্ত সমস্যা নিয়েই তৈরি হয়েছে খেলা হবে গানের বিহারী সংস্করণ। গানের কথাগুলোও হিন্দি শব্দে, কিন্ত মুখরাটা এক রাখা হয়েছে। বন্ধু এবার খেলা হবে মুখরা রেখেই তৈরি হয়েছে বিহারী গান।

গানের কথায় বলা হয়েছে
গরিবো কো না ঘর দিয়া
ঘুষ বিস হাজার লিয়া
মজদুরওকো না কাম দিয়া
বন্ধু আবার খেলা হবে।

কিপ্টেন মে মিট্টি পানা
সাত্তু মে রক্ত ডালা
পয়সা হড়প লিয়া
বন্ধু আবার খেলা হবে।

বিজেপি সরকারের আমলে বিহারের অবস্থা ক্রমশ খারাপ হয়েছে। স্বাস্থ্য, শিক্ষার হাল বেহাল। সেই সঙ্গে শ্রমিক, কৃষকদের অবস্থাও বেশ খারাপ। সেই সঙ্গে লাগামহীন দুর্নীতির অভিযোগ। জীবন্ত এই সমস্যা গুলিই তুলে ধরা হয়েছে খেলা হবে হিন্দি সংস্করণে।

বাংলার পরও বিহারেও খেলা হবে স্লোগান সুপারহিট। বিহারে ভোটে এবার চাপে বিজেপি। কংগ্রেস- আরজেডি সহ বিরোধী দল গুলি জোট বেধেছে। এবার শাসকের রক্তচাপ বৃদ্ধি করে বিহারেও ভোটেও শুরু হয়েছে খেলা হবে স্লোগান। বাংলাই পথ দেখাচ্ছে দেশকে। রাজনীতি এবং রাজনীতির স্লোগানেও এগিয়ে বাংলা।

–

–

–

–