বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও সারলেন।

বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল মাঠে প্রশাসনিক সভায় যোগ দেওয়ার আগে পৌনে দুটো নাগাদ মুখ্যমন্ত্রীর কনভয় এসে থামে স্বনির্ভর গোষ্ঠীর স্টলের কাছে। গাড়ি থেকে নেমেই সটান মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টল দেখে ঢুকে পড়েন তিনি। স্টলে ১০ হাজার টাকার একটি শাড়ি পছন্দ হওয়ায় সেটি কিনেও নেন। পাশাপাশি হাতে তৈরি কয়েকটি গহনাও কেনেন ২০০ ও ১৬০ টাকা দামের। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর কেনাকাটার বিল দাঁড়ায় ১১ হাজার ৭০ টাকা। পুজোর কেনাকাটায় ছাড় থাকে। মুখ্যমন্ত্রীও সেই ছাড় পেলেন। তাঁকে দিতে হল ১০ হাজার টাকা। এরপর মুখ্যমন্ত্রী শিল্পীদের হাতের কাজের ভূয়সী প্রশংসা করে তাঁদের শ্রীবৃদ্ধি কামনা করেন। মুখ্যমন্ত্রী তাঁদের স্টলে এসে কেনাকাটা করায় রীতিমতো আপ্লুত মর্জিনা শেখ, শুক্লা দে রায়, শিল্পী দে-রা। খোদ মুখ্যমন্ত্রী তাঁদের তৈরি হস্তশিল্পকর্ম কিনেছেন, বিস্ময়ের ঘোরে হস্তশিল্পীরা।

আরও পড়ুন – ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

_

_

_

_

_

_

_

_