Sunday, November 16, 2025

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

Date:

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু জাতীয় দলে প্রত্যাবর্তন এখনও হল না নেইমারের।

জাতীয় দলের প্রত্যাবর্তন আরও দীর্ঘায়িত হল নেইমার জুনিয়রের। দল ঘোষণার আগের দিনই চোটের সমস্যা শুরু হয়, ফলে ব্রাজিল দলে জায়গা করে নিতে পারলেন না নেইমার।ব্রাজিল ভক্তরা  আশা করেছিলেন, নেইমার হয়তো দলে থাকবেন। কিন্ত তাদের হতাশ হতে হল।

আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল খেলতে নামছে চিলির বিরুদ্ধে। ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আনচেলত্তির দল। কিন্তু এই দুটি ম্যাচেই দলে জায়গা হল না নেইমারের।

আল হিলাল থেকে ছোটবেলার ক্লাব স্যান্টোসে(santosh) গিয়েছেন নেইমরা। কিন্তু সেখানেও সঙ্গী হয়েছে একরাশ ব্যর্থতা। ব্রাজিল দল ঘোষণার আগের দিনই হাঁটুর লিগামেন্টে ফের সমস্যা শুরু হয় নেইমারের। ২০২৩ সাল থেকে যে সমস্যা ভোগাচ্ছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে। এই চোটের জন্যই টানা দু’বছর জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। আগামী দুটি ম্যাচেও ৩৩ বছর বয়সি তারকাকে হলুদ সবুজ জার্সিতে দেখা যাবে না।

দলে স্থান পাননি ভিনিসিয়াস জুনিয়রও(vinicius jr) রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াসকে কেন দলে রাখা হল না, সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। মনে করা হচ্ছে ভিনিকে বিশ্রাম দেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে  পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কার্লো আন্সেলোত্তি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করেছে।

ব্রাজিল কোচ  আন্সেলোত্তির অবশ্য জানিয়েছেন, “নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে। তবেই ও দলকে সাহায্য করবে। শেষ দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাইব পয়েন্ট তালিকায় ভালো জায়গায় শেষ করতে।”

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)। আরও একটা বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু জাতীয় দলে প্রত্যাবর্তন এখনও হল না নেইমারের।
জাতীয় দলের প্রত্যাবর্তন আরও দীর্ঘায়িত হল নেইমার জুনিয়রের। দল ঘোষণার আগের দিনই চোটের সমস্যা শুরু হয়, ফলে ব্রাজিল দলে জায়গা করে নিতে পারলেন না নেইমার।ব্রাজিল ভক্তরা আশা করেছিলেন, নেইমার হয়তো দলে থাকবেন। কিন্ত তাদের হতাশ হতে হল।
আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল খেলতে নামছে চিলির বিরুদ্ধে। ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আনচেলত্তির দল। কিন্তু এই দুটি ম্যাচেই দলে জায়গা হল না নেইমারের।

আল হিলাল থেকে ছোটবেলার ক্লাব স্যান্টোসে(santosh) গিয়েছেন নেইমরা। কিন্তু সেখানেও সঙ্গী হয়েছে একরাশ ব্যর্থতা। ব্রাজিল দল ঘোষণার আগের দিনই হাঁটুর লিগামেন্টে ফের সমস্যা শুরু হয় নেইমারের। ২০২৩ সাল থেকে যে সমস্যা ভোগাচ্ছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে। এই চোটের জন্যই টানা দু’বছর জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। আগামী দুটি ম্যাচেও ৩৩ বছর বয়সি তারকাকে হলুদ সবুজ জার্সিতে দেখা যাবে না।
দলে স্থান পাননি ভিনিসিয়াস জুনিয়রও(vinicius jr) রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াসকে কেন দলে রাখা হল না, সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। মনে করা হচ্ছে ভিনিকে বিশ্রাম দেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কার্লো আন্সেলোত্তি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করেছে।
ব্রাজিল কোচ আন্সেলোত্তির অবশ্য জানিয়েছেন, “নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে। তবেই ও দলকে সাহায্য করবে। শেষ দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাইব পয়েন্ট তালিকায় ভালো জায়গায় শেষ করতে।”

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version