আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর সাড়ে তিনটেয় প্রায় ৮১৬ পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের(SenSex) সূচক। সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং দিনেই বিনিয়োগকারীদের হতাশা চরমে। মঙ্গলবার নিফটি(Nifty) ৫০-কেও ২৪ হাজার ৮০০ স্তরের নীচে লেনদেন করতে দেখা গিয়েছে।
পতনের মধ্যেও হিন্দুস্তান ইউনিলিভার এবং টাটা কনসালটেন্সি সার্ভিসের স্টকে সামান্য গতি দেখা গিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই-এর স্টকে ধাক্কা লেগেছে। নিফটি ফার্মা, নিফটি হেল্থকেয়ার, নিফটি রিয়েলটিতে পতন দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত রত্ন, গয়না, বস্ত্রশিল্প-সহ বেশ কিছু সেক্টরে উদ্বেগের ছবি দেখা যাবে।
ব্রোকারেজ সংস্থাগুলির মতে মার্কিন শুল্কের সবথেকে বড় প্রভাব পড়তে পারে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, পণ্য, চামড়া, ও রাসায়নিকের মত সংস্থাগুলির উপরে যাদের মার্কিন বাজারে বড় অংশ রয়েছে।
–
–
–
–
–
–
–
–