Sunday, January 11, 2026

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও বিদেশের বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে আসার প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণ নিয়ে। সেই প্রশ্নের মামলায় বনতারা-তে সব রকমের ব্যবস্থা খতিয়ে দেখতে তিন সদস্যের সিট (SIT) গঠন করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

গুজরাটের জামনগরে তৈরি বনতারা ইন্ডিয়া (Vantara, India) নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ওঠা অভিযোগের ভিত্তিতে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। অভিযোগ, বেআইনিভাবে ওই উদ্ধারকেন্দ্রে দেশ ও বিদেশ থেকে পশু আনা হয়েছে। বন্দি পশুর সঙ্গে যথাযথ ব্যবহার করা হচ্ছে না ও সংস্থার আর্থিক অসঙ্গতি রয়েছে।

সেই মামলায় সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিত্তল ও বিচারপতি পিবি ভারালের বেঞ্চ এই পশু সংগ্রহালয় ও উদ্ধারকেন্দ্রের বিরুদ্ধে তদন্তে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দেয়। সিটের নেতৃত্বে থাকছেন উত্তরাখণ্ড ও তেলেঙ্গানা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জে চেলামেশ্বর। এছাড়াও বাকি দুই সদস্য মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে ও ভারতীয় রেভেনিউ সার্ভিস আধিকারিক অনীশ গুপ্তা।

আরও পড়ুন: কাশ্মীরের ডোডায় ভয়াবহ হড়পা বান! জম্মুতে জারি বন্যা সতর্কতা

মূলত এই তদন্তকারীরা দেখবেন, যে পদ্ধতিতে এই কেন্দ্রে পশু আনা হয়েছে তাতে কোথাও নিয়ম ভাঙা হয়েছে কি না। আন্তর্জাতিক আইন কোথাও ভাঙা হয়েছে কি না। কেন্দ্রে পশু পালনের মান খতিয়ে দেখবেন তাঁরা। সেই সঙ্গে পশু পালনে নৈতিক কোনও নিয়ম ভঙ্গ রয়েছে কিনা দেখা হবে। ভারতীয়, বিশেষত জামনগরের জলবায়ুতে যে পশু এনে রাখা রয়েছে, তা ওই পশুদের জন্য সঠিক কিনা তাও দেখবে তিন সদস্যের সিট।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...