বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও বিদেশের বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে আসার প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণ নিয়ে। সেই প্রশ্নের মামলায় বনতারা-তে সব রকমের ব্যবস্থা খতিয়ে দেখতে তিন সদস্যের সিট (SIT) গঠন করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

গুজরাটের জামনগরে তৈরি বনতারা ইন্ডিয়া (Vantara, India) নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ওঠা অভিযোগের ভিত্তিতে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। অভিযোগ, বেআইনিভাবে ওই উদ্ধারকেন্দ্রে দেশ ও বিদেশ থেকে পশু আনা হয়েছে। বন্দি পশুর সঙ্গে যথাযথ ব্যবহার করা হচ্ছে না ও সংস্থার আর্থিক অসঙ্গতি রয়েছে।

সেই মামলায় সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিত্তল ও বিচারপতি পিবি ভারালের বেঞ্চ এই পশু সংগ্রহালয় ও উদ্ধারকেন্দ্রের বিরুদ্ধে তদন্তে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দেয়। সিটের নেতৃত্বে থাকছেন উত্তরাখণ্ড ও তেলেঙ্গানা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জে চেলামেশ্বর। এছাড়াও বাকি দুই সদস্য মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে ও ভারতীয় রেভেনিউ সার্ভিস আধিকারিক অনীশ গুপ্তা।

আরও পড়ুন: কাশ্মীরের ডোডায় ভয়াবহ হড়পা বান! জম্মুতে জারি বন্যা সতর্কতা

মূলত এই তদন্তকারীরা দেখবেন, যে পদ্ধতিতে এই কেন্দ্রে পশু আনা হয়েছে তাতে কোথাও নিয়ম ভাঙা হয়েছে কি না। আন্তর্জাতিক আইন কোথাও ভাঙা হয়েছে কি না। কেন্দ্রে পশু পালনের মান খতিয়ে দেখবেন তাঁরা। সেই সঙ্গে পশু পালনে নৈতিক কোনও নিয়ম ভঙ্গ রয়েছে কিনা দেখা হবে। ভারতীয়, বিশেষত জামনগরের জলবায়ুতে যে পশু এনে রাখা রয়েছে, তা ওই পশুদের জন্য সঠিক কিনা তাও দেখবে তিন সদস্যের সিট।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...