মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা – পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকের প্রস্তুতি শুরু করে দিল পরিচালক বিক্রম আদিত্য মতোয়ানি, দুই প্রযোজক অঙ্কুর গর্গ ও লাভ রঞ্জন (Luv Ranjan) সহ গোটা প্রোডাকশন টিম। শ্যুটিং শুরুর আগে রেইকি করতে মঙ্গলবারই শহরে এসেছে ইউনিট। বুধবার গঙ্গোপাধ্যায় বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁদের। সেখানে মহারাজের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভারতীয় টিমের প্রাক্তন ক্যাপ্টেনের নিজের বাড়িতে কাটানো ছেলেবেলার নানা স্মৃতি চাক্ষুষ করতে চান পরিচালক – প্রযোজকরা। আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে পারে ছবিরশ্যুটিং। ২০২৬ সালের শেষের দিকে না হলে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের আগে মুক্তি পাবে সৌরভের বায়োপিক, নাম ভূমিকায় রাজকুমার রাও (Rajkumar Rao)।

‘প্রিন্স অফ ক্যালকাটা’র শহরে এসে ইতিমধ্যেই ইডেন গার্ডেন্স থেকে শুরু করে ময়দান হয়ে দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেছে শ্যুটিং দল। প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে ছবির কাজ কিছুদিনের জন্য পিছিয়ে গেছে। আসলে বড়পর্দায় বেহালার ছেলেটার ‘দাদাগিরি’ দেখাতে মহারাজের সব টেকনিককে নিখুঁতভাবে রপ্ত করতে কিছুটা সময় প্রয়োজন রাজকুমারের (Rajkumar Rao)। ইতিমধ্যেই বাঁ-হাতে ব্যাটিং প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই শহর কলকাতা থেকে শুরু হবে সৌরভের বায়োপিকের শ্যুটিং পর্ব।

–

–

–

–

–

–

–

–

–