Sunday, November 16, 2025

কথার কোনও সারবত্তা নেই! মৃতা চিকিৎসকের মা-বাবাকেই নিশানা অভয়া মঞ্চের

Date:

বারবার অভয়া মঞ্চের (Abhaya Manch) বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন আর জি করের ধর্ষণ-খুন হওয়া পড়ুয়া চিকিৎসকের মা-বাবা। এবার তাঁদের বিরুদ্ধেই একের পর এক অভিযোগ তুলে নিশানা করল অভয়া মঞ্চ। সোমবার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে ‘‘অভয়ার মা-বাবার কথার কোনও সারবত্তা নেই’’ বলে ধুয়ে দিলেন অভয়া মঞ্চের প্রতিনিধিরা।

মৃত তরুণী চিকিৎসকের মা-বাবা সপ্তাহখানেক আগেই মন্তব্য করেন, ‘‘অভয়া মঞ্চ CPM পরিচালনা করে। আমরা সিপিএম পার্টি অফিস গিয়েছিলাম। সেই পার্টি অফিস থেকে সিপিএম নেতারা আমাদের বলেছেন, অভয়া মঞ্চের আন্দোলন আমরা পরিচালনা করি।’’

এদিন সাংবাদিক বৈঠক থেকে সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে অভয়া মঞ্চের (Abhaya Manch) পক্ষ থেকে মনীষা আদক জানিয়েছেন, ‘‘অভয়ার মা-বাবার কথার কোনও সারবত্তা নেই।’’ ডা. কৌশিক চাকী, ডা. উৎপল বন্দ্যোপাধ‌্যায়, ডা. পুণ‌্যব্রত গুণ, ডা. অর্জুন দাশগুপ্ত একযোগে জানান, “অভয়া মঞ্চ কীভাবে চলে সেটা মঞ্চের সবাই জানেন। বিভিন্ন দল-মতের প্রচুর মানুষ অভয়া মঞ্চে রয়েছেন।”

আর জি কর কাণ্ডের পরে যাঁদের অভিযোগকে হাতিয়ার করে অভয়া মঞ্চ গড়ে ওঠে সেই মৃত চিকিৎসকের মা-বাবাকেই এবার নিশানা করল সংগঠন। সংগঠনের পক্ষ থেকে এদিন পুণ‌্যব্রত গুণ বলেন, ‘‘যখন আমরা মঞ্চ তৈরি করেছিলাম তখন এটাই মাথায় রাখা হয়েছিল যে এই মঞ্চের সদস‌্যরা যে কোনও রাজনৈতিক দলের সদস‌্য হতে পারেন। কিন্তু কোনও রাজনৈতিক দল এই অভয়া মঞ্চ পরিচালনা করে না।’’

এদিন সাংবাদিক বৈঠক থেকে ফের পুলিশ এবং সিবিআই এর প্রতি অনাস্থা প্রকাশ করে অভয়া মঞ্চ। হলে তদন্ত করবে কে? সে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি চিকিৎসকরা।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version