সোমবার একদিকে যেমন বিহারের নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিবিড় সংশোধনীর কাজ শেষ হচ্ছে, তেমনই সোমবারই শেষ হল বিরোধীদের সমর্থনে ভোটার অধিকার যাত্রা (Voter Adhikar Yatra)। সেই সমাপ্তি থেকে নতুন লড়াইয়ের ডাক বিরোধীদের। নিবিড় সংশোধনী (SIR) কতটা নাটক, তার প্রমাণ তুলে ধরে বিজেপিকে ছয়মাসে গদিচ্যুত করার বার্তা বিরোধীদের।
ভোটার অধিকার যাত্রার শেষদিনে তৃণমূল প্রতিনিধি ললিতেশ ত্রিপাঠি (Lalitesh Tripathi) তুলে ধরেন কীভাবে বিহারের মাত্র ৩৯টি বিধানসভায় ডুপ্লিকেট ভোটার (duplicate voter) এখনও ১,৮৭ লক্ষ রয়ে গিয়েছে। আদতে যে এই সংশোধনী একটা আইওয়াশ, সেটাও প্রমাণিত হয়ে গিয়েছে। তার বিরুদ্ধে বিরোধীদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন চলবে, তা স্পষ্ট করে দেন ললিতেশ।
তৃণমূলের সুরেই পাটনার আন্দোলন মঞ্চ থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) দাবি করেন, বিজেপি ভোটার তালিকা নিয়ে অ্যাটম বোম তিনি আগে ফেলেছেন। এবার তৈরি আছে হাইড্রোজেন বোম। বিজেপির নেতারা তৈরি থাকুন, হাইড্রোজেন বোম (Hydrogen bomb) এবার আসছে।
ভোটার তালিকায় গরমিল করে যে কারচুপি ও ভোট চুরি বিজেপি এতদিন করে এসেছে তা আর সম্ভব হবে না, বিহার থেকে মানুষ সেটা বুঝিয়ে দেবেন। এদিন আন্দোলন মঞ্চ থেকে দাবি করেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। সেই সঙ্গে তিনি দাবি করেন, আগামী ছয়মাসের মধ্যে কেন্দ্রের বিজেপির সরকারের পতন হবে।
আরও পড়ুন: একফ্রেমে পুতিন-মোদি-জিনপিং: কুকথার রাজনীতি শুরু আমেরিকার
তাৎপর্যপূর্ণভাবে বিহারের এসআইআর-এর শেষ দিনেও বিরোধীদের তোলা একটি প্রশ্নেরও উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। দীর্ঘ ভোটার অধিকার যাত্রায় যেভাবে বিহারে বিরোধীদের জন্য সাধারণ মানুষ সমর্থন দেখিয়েছেন, তাতে ভোট চুরি নিয়ে বড় বার্তা বিহারের মানুষের মধ্যে পৌঁছে যাবে, প্রত্যাশা তৃণমূল প্রতিনিধি ললিতেশ ত্রিপাঠির।
–
–
–
–