Sunday, December 7, 2025

‘হুলি গান ইজম’-এর স্টেজ শো-তে তিন ঘোষকে নিয়ে প্যারোডি ধাঁচে ছড়া!

Date:

Share post:

অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) ব্যান্ড ‘হুলি গান ইজম’-এর মেলার গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ‘বকুলতলার মেলা’ ট্রেন্ড। এবার মঞ্চে ‘হুলি গান ইজম’ অনুষ্ঠানে সরাসরি বঙ্গ রাজনীতির তিন ঘোষ- কুণাল, দিলীপ ও শতরূপকে নিয়ে প্যারোডি করলেন অনির্বাণরা। সেই ভিডিও এখন ভাইরাল। (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)

মোদি-সহ রাজনীতির কথা বললে রেগে যাবে কুণাল ঘোষ- স্টেজ থেকে ‘হুলি গান ইজম’-এই ছড়া কাটতেই হৈ হৈ করে উঠলেন দর্শকরা। এর পর এলো দিলীপ ঘোষের নাম। তাঁকে নিয়ে আবার সাম্প্রতিক বিতর্কিত ভিডিও-র প্রসঙ্গ তুলে টিপ্পনি কাটা হয়। শেষে CPIM নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। পার্টি অফিস থেকে টিভি চ্যানেল সর্বত্র দৌড়তে তাঁর যে দামি গাড়ির দরকার সেই প্রসঙ্গও রয়েছে গানের কথায়। মঞ্চ থেকে একেবারে তৃণমূল-বিজেপি-সিপিএম নেতাদের নাম করে এই খোঁচায় অনেকেই অবাক। তবে বেশিরভাগ দর্শক ও নেটিজেনই প্রবল আমোদ পেয়েছেন।

বাংলা ছবির জগতে যথেষ্ট জনপ্রিয় অনির্বাণ (Anirban Bhattacharya)। এর আগেও ছবিতে গান গেয়েছেন অভিনেতা। এবার তৈরি করেছেন নিজের বাংলা গানের ব্যান্ড। নাম ‘হুলি গান ইজম’। ইতিমধ্যেই তাঁদের মেলার গান অত্যন্ত জনপ্রিয় স্যোশাল মিডিয়ায়। স্টেজ শো করছে ‘হুলি গান ইজম’। সম্প্রতি তাদের স্টেজ শোয়ের একটি ক্লিপিং ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে- গায়ক স্টেজ থেকেই তিন ঘোষকে নিয়ে প্যারোডি ধাঁচে ছড়া কাটছেন। (ভাইরাল রিলের সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। সেখানে শতরূপের বিতর্কিত ২২লাখের গাড়ি থেকে দিলীপের বিতর্কিত ভাইরাল ভিডিও, কুণাল ঘোষের (Kunal Ghosh) রেগে যাওয়া-সব আছে।

এই রিল ভাইরাল হতেই শোরগোল নেট মহলে। এর আগে আর জি কর আন্দোলনের সময় অনির্বাণের স্ত্রী মধুরিমাকে সামনের সারিতে দেখা গেলেও তাঁকে দেখা যায়নি। এই নিয়ে সেই সময় বিস্তর কথা ওঠে। অভিনেতাকে কখন সরাসরি কোনও রাজনীতির মঞ্চেও দেখা যায়নি। এই পরিস্থিতিতে হঠাৎ স্টেজ শো থেকে নাম করে রাজনৈতিক নেতাদের নিয়ে প্যারোডি নিয়ে শুরু হয়েছে তরজা।

spot_img

Related articles

নির্বাচনের হুঁশিয়ারি হুমায়ুনের! বিজেপির মুখোশ-ধারী নেতার অবস্থান বোঝালো তৃণমূল

ধর্মীয় সুড়সুড়ি দিয়ে নির্বাচনের মঞ্চ তৈরির চেষ্টা ভতরপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। শনিবার সংহতি দিবসে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন...

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেফার করা ৩ জনের চিকিৎসা অ্যাপোলোয়

ভরসা ছিল সেবাশ্রয়–২ স্বাস্থ্য শিবিরে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) উদ্যোগে শুক্রবার সেখান থেকে রেফার...

ইন্ডিয়া ব্লক লাইফ সাপোর্টে! বিহার ভোটের ফলাফলে চাঞ্চল্যকর দাবি ওমরের

বিহার নির্বাচনে বিরোধী জোটের লজ্জাজনক পরাজয়ের পরে ইন্ডিয়া ব্লকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এবার জোট শরিক...

ট্রুডোর সঙ্গে সম্পর্কে অফিসিয়াল সিলমোহর পপ তারকা পেরির!

একই অন্যের প্রেমে পড়েছেন বেশ কিছুদিন হল কিন্তু একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক পোজে ধরা দেননি কখনও। তবে বছরের...