Sunday, November 9, 2025

‘হুলি গান ইজম’-এর স্টেজ শো-তে তিন ঘোষকে নিয়ে প্যারোডি ধাঁচে ছড়া!

Date:

অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) ব্যান্ড ‘হুলি গান ইজম’-এর মেলার গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ‘বকুলতলার মেলা’ ট্রেন্ড। এবার মঞ্চে ‘হুলি গান ইজম’ অনুষ্ঠানে সরাসরি বঙ্গ রাজনীতির তিন ঘোষ- কুণাল, দিলীপ ও শতরূপকে নিয়ে প্যারোডি করলেন অনির্বাণরা। সেই ভিডিও এখন ভাইরাল। (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)

মোদি-সহ রাজনীতির কথা বললে রেগে যাবে কুণাল ঘোষ- স্টেজ থেকে ‘হুলি গান ইজম’-এই ছড়া কাটতেই হৈ হৈ করে উঠলেন দর্শকরা। এর পর এলো দিলীপ ঘোষের নাম। তাঁকে নিয়ে আবার সাম্প্রতিক বিতর্কিত ভিডিও-র প্রসঙ্গ তুলে টিপ্পনি কাটা হয়। শেষে CPIM নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। পার্টি অফিস থেকে টিভি চ্যানেল সর্বত্র দৌড়তে তাঁর যে দামি গাড়ির দরকার সেই প্রসঙ্গও রয়েছে গানের কথায়। মঞ্চ থেকে একেবারে তৃণমূল-বিজেপি-সিপিএম নেতাদের নাম করে এই খোঁচায় অনেকেই অবাক। তবে বেশিরভাগ দর্শক ও নেটিজেনই প্রবল আমোদ পেয়েছেন।

বাংলা ছবির জগতে যথেষ্ট জনপ্রিয় অনির্বাণ (Anirban Bhattacharya)। এর আগেও ছবিতে গান গেয়েছেন অভিনেতা। এবার তৈরি করেছেন নিজের বাংলা গানের ব্যান্ড। নাম ‘হুলি গান ইজম’। ইতিমধ্যেই তাঁদের মেলার গান অত্যন্ত জনপ্রিয় স্যোশাল মিডিয়ায়। স্টেজ শো করছে ‘হুলি গান ইজম’। সম্প্রতি তাদের স্টেজ শোয়ের একটি ক্লিপিং ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে- গায়ক স্টেজ থেকেই তিন ঘোষকে নিয়ে প্যারোডি ধাঁচে ছড়া কাটছেন। (ভাইরাল রিলের সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। সেখানে শতরূপের বিতর্কিত ২২লাখের গাড়ি থেকে দিলীপের বিতর্কিত ভাইরাল ভিডিও, কুণাল ঘোষের (Kunal Ghosh) রেগে যাওয়া-সব আছে।

এই রিল ভাইরাল হতেই শোরগোল নেট মহলে। এর আগে আর জি কর আন্দোলনের সময় অনির্বাণের স্ত্রী মধুরিমাকে সামনের সারিতে দেখা গেলেও তাঁকে দেখা যায়নি। এই নিয়ে সেই সময় বিস্তর কথা ওঠে। অভিনেতাকে কখন সরাসরি কোনও রাজনীতির মঞ্চেও দেখা যায়নি। এই পরিস্থিতিতে হঠাৎ স্টেজ শো থেকে নাম করে রাজনৈতিক নেতাদের নিয়ে প্যারোডি নিয়ে শুরু হয়েছে তরজা।

Related articles

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...
Exit mobile version