Sunday, November 9, 2025

বিপজ্জনক টার্ন! সেনার গাড়ি আটকাল কলকাতা পুলিশ, ঘটতে পারত বড় দুর্ঘটনা

Date:

মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার সেনার ট্রাক থামাল পুলিশ। সকালে মহাকরণের সামনে সেনার একটি ট্রাক আটকাল কলকাতা ট্রাফিক পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি বিপজ্জনক ভাবে মোড় (turn) নেয়। ট্রাফিক আইন না মেনে ওই ট্রাক যাচ্ছিল। ট্রাকের মধ্যে থাকা সেনা কর্মী জানান, সিগনাল খোলা থাকায় ট্রাক টার্ন নেয়। এই ট্রাকের পিছনে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার (Manoj Verma, CP) গাড়ি ছিল। এরপরেই ট্রাকটিকে আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।

কলকাতা পুলিশের তরফে এই ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। পুলিশের দাবি, ক্রসিংয়ে ট্রাকটি আচমকাই বিপজ্জনকভাবে মোড় নেয়। এর জেরে পুলিশ কমিশনারের গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হতে পাড়ত। পুলিশের আরও দাবি, ওই ক্রসিংয়ে ‘নো রাইট টার্ন’ বোর্ড থাকা সত্ত্বেও ডান দিকে মোড় নেওয়ার চেষ্টা করে সেনার গাড়ি। তখনই গাড়িটিকে আটকান কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

সেনার ট্রাক চালক জানিয়েছেন, তিনি জানতেন না যে কমিশনারের গাড়ি আসছে এবং তিনি বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন না। কিন্তু ড্রাইভিংয়ের মূল নিয়ম হল মোড় নেওয়ার আগে রিয়ার ভিউ মিররে দেখা উচিত যে পিছনে কোনও গাড়ি আসছে কিনা।

আরও পড়ুন: তীব্র শক্তিশালী স্কোয়াল ফ্রন্টের জেরে তছনছ হতে পারে সব! কেন হয়

কী হয়েছিল?
* সকাল ১০টা নাগাদ সেনার গাড়িটি ফোর্ট উইলিয়াম থেকে ডালহৌসির পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল
* মহাকরণের সামনে সেনার ট্রাকের বিপজ্জনকভাবে মোড় নেওয়া
* ক্রসিংয়ে ‘নো রাইট টার্ন’ বোর্ড ছিল
* সেনার ট্রাকের পিছনে কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি ছিল। দুর্ঘটনা ঘটতে পারত।
* ট্রাফিক আইন ভাঙায় সেনার গাড়ি আটকায় কলকাতা পুলিশ।
* বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন না, দাবি সেনার গাড়ি চালকের
* সেনার গাড়ি আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়
* থানায় হাজির হন সেনার ইস্টার্ন কমান্ডের দফতর ফোর্ট উইলিয়াম-এর কর্তারাও।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version