Thursday, December 18, 2025

চাকরির পরীক্ষায় বসতে চেয়ে ‘অযোগ্য’দের আবেদন! খারিজ হাই কোর্টের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে ওএমআর কারচুপি ও এসএসসি বেনিয়মে অভিযুক্ত ‘অযোগ্য়’ চাকরিহারাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তালিকা প্রকাশের পরই নতুন করে নিয়োগের পরীক্ষা আটকে দেওয়ার নান প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও সেই প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করতে যারা গিয়েছিলেন তাঁরা প্রায় গলাধাক্কা খেয়েছেন। এবার কলকাতা হাই কোর্টেও (Calcutta High Court) ধাক্কা খেলেন মামলাকারীরা। অযোগ্য (tainted) তালিকায় নাম থাকা চাকরিহারারা কলকাতা হাই কোর্টে চাকরিতে বসার আবেদন জানিয়ে মামলা করেন। তবে মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিল হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ।

শনিবার এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশের পর তালিকায় থাকা ১,৮০৬ জন হাই কোর্টের দ্বারস্থ হয়। তাঁদের দাবি, নতুন করে যে নিয়োগ পরীক্ষা হচ্ছে সেখানে আবেদন করে অ্যাডমিট পেয়েছিলেন তাঁরা। তবে শনিবার অযোগ্য তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই তালিকায় থাকা চাকরিহারাদের অ্যাডমিটও বাতিল করে এসএসসি। সেখানে প্রায় ১,৪০০ অ্যাডমিট বাতিল হয়। এর পরই অ্য়াডমিট টিকিয়ে রেখে নতুন করে পরীক্ষা প্রক্রিয়ায় বসার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন তাঁরা।

মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণে জানান, সুপ্রিম কোর্ট পরপর দুদিনে নির্দেশ দিয়েছিল অযোগ্যদের তালিকা প্রকাশের। সেই মতো দুদিনের মধ্যে তালিকা প্রকাশিত হয়েছিল। অর্থাৎ সুপ্রিম কোর্টের নজরে পুরো বিষয়টি রয়েছে। ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি করতে পারেবন, ১৫,৪০৩ জন সেই তালিকাতেও এদের নাম নেই। তাহলে এতদিন তাঁরা মামলা করেননি কেন?

আরও পড়ুন: বিপজ্জনক টার্ন! সেনার গাড়ি আটকাল কলকাতা পুলিশ, ঘটতে পারত বড় দুর্ঘটনা

সেই সঙ্গে ওএমআর গরমিলের প্রসঙ্গ টেনে বিচারপতির পর্যবেক্ষণ, যেভাবে তালিকা প্রকাশিত হয়েছে তাতে ওএমআর গরমিলের বিষয়টিও রয়েছে। ওএমআর জালিয়াতি আরও বড় ধরনের জালিয়াতি। সব বিষয় বিবেচনা করে তালিকায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট (Caclutta High Court)। সেই সঙ্গেই পরীক্ষায় বসতে চেয়ে যে আবেদন করেছিল অযোগ্যরা, তা খারিজ হল কলকাতা হাই কোর্টে।

spot_img

Related articles

টেলিভিশনের সম্প্রচারিত হবে না অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ঘোষণা অস্কার কমিটির 

দীর্ঘ সময় ধরে চলে আসা চেনা হলিউডি প্রথার অবসান। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান (Oscar Award Ceremony) সম্প্রচারে এবার...

রাজ্যে ২ কোটি কর্মসংস্থান, কমেছে ৪০ শতাংশ বেকারত্ব: উন্নয়নের খতিয়ান তুলে বিরোধীদের অপপ্রচারের জবাব মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পে জোয়ার। ২ কোটি কর্মসংস্থান হয়েছে। কমেছে ৪০ শতাংশ বেকারত্ব। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য কনক্লেভে জানালেন মুখ্যমন্ত্রী...

পৃথিবীর গ্ল্যামার ছাড়িয়ে অনন্ত আলোকে প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া মেহের ক্যাস্তেলিনো

প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া ও বিশিষ্ট ফ্যাশন সাংবাদিক মেহের কাস্তেলিনো (Meher Castelino) প্রয়াত। বুধবার মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়েছে।...

নয়াদিল্লির নির্দেশে বৃহস্পতিতে দিনভর রাজশাহী-খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ!

ঢাকার পর এবার বাংলাদেশের রাজশাহী ও খুলনাতেও ভারতীয় ভিসা কেন্দ্র (India Visa Center) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়া...