টি২০ বিশ্বকাপের আগে অবসরের সিদ্ধান্ত, চমকে দিলেন স্টার্ক

Date:

Share post:

আগামী বছর টি২০ বিশ্বকাপ(T20 WC)। কাপযুদ্ধের কয়েক মাস আগেই বড় সিদ্ধান্ত নিলেন মিচেল স্টার্ক(Mitchell Starc)। আন্তজার্তিক টি২০ থেকে অবসর নিলেন অজি তারকা পেসার। মঙ্গলবার সকালে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন স্টার্ক।আপাতত টেস্ট এবং ওডিআইতেই(Test and ODI) ফোকাস করতে চান অজি তারকা পেসার।

টি২০ ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে স্টার্ক জানিয়েছেন “টেস্ট ক্রিকেট বরাবরই আমার অগ্রাধিকারের তালিকায় উপরে। তবে দেশের হয়ে যে টি২০ ম্যাচগুলোয় খেলেছি, তার প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপের কথা বলব। আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম বলেই শুধু বলছি না, ওই বিশ্বকাপে যে দলটা পেয়েছিলাম তার জন্য আমি গর্বিত।”
একইসঙ্গে স্টার্ক আরও বলেন, তবে সামনেই ভারত সফর রয়েছে। অ্যাশেজ ও ২০২৭ ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে আমি চাই সতেজ ও সেরা ফর্মে থাকতে। এই সিদ্ধান্ত দলের বাকি পেস বিভাগকেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সুযোগ দেবে।’
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্টার্ক। ৬৫ ম্যাচে তুলেছেন ৭৯ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ২০২১-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন।

চোটের জন্যি শুধু ২০১৬ বিশ্বকাপে খেলতে পারেননি। দুবাইয়ে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নেপথ্যে স্টার্কের বড় ভূমিকা ছিল।শেষবারের মতো স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ খেলেছিলেন ২০২৪ সালের ২৪ জুন, ভারতের বিপক্ষে সেন্ট লুসিয়ার গ্রোস আইলেটে। ঐ ম্যাচে চার ওভারে ৪৫ রান দিয়েছিলেন ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি স্টার্ক প্রসঙ্গে জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার টি২০ ক্রিকেটে স্টার্কের অবদান গভীর। ২০২১ বিশ্বকাপজয়ী দলের অবিচ্ছেদ্য সদস্য ছিলেন তিনি। খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতা ছিল তার বিশেষত্ব। তিনি টেস্ট ও ওডিআইতে যতদিন খেলবেন, আমরা সেটিই উদযাপন করব।’

অতীতে দেশের হয়ে খেলার জন্য আইপিএল থেকে নিজেক সরিয়ে নিয়েছিলেন স্টার্ক।

spot_img

Related articles

ফের শূন্যতেই আউট, বিরাট প্রশ্নের মুখে কোহলির কেরিয়ার

রানের খরা কিছুতেই কাটছে না বিরাট কোহলির(Virat kohli)। পারথের পর অ্যাডিলেড। ০ রানেই আউট হলেন কিং কোহলি। সেই...

অস্কারের পাশেই ইস্টবেঙ্গল ক্লাব, বিতর্কের মধ্যেই বার্তা শীর্ষকর্তার

সুপার কাপের আগে সন্দীপ নন্দী (Sandip nandy) ইস্যুতে অবস্থান স্পষ্ট করে দিল ইস্টবেঙ্গল ক্লাব।(East Bengal) সুপার কাপের আগে...

দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির আশঙ্কা! কেমন থাকবে অ্যাডিলেডের আবহাওয়া?

বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে( 2nd ODI) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে  নামছে ভারত(India)। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হারায় অ্যাডিলেডে...

প্রতিবাদ করে দৃষ্টান্ত স্থাপন সন্দীপের, ফের ক্লাব বনাম ইনভেস্টর!

ক্লাব বনাম ইনভেস্টর দ্বন্দ্ব ফের শুরু হল ইস্টবেঙ্গলে(East Bengal)! সন্দীপ নন্দী(Sandip Nandy) ইস্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি লাল হলুদে। চিফ...