দক্ষিণ ২৪ পরগনার নামখানার (Namkhana, 24 Parganas) নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশনগর এলাকায় পুজোর প্রসাদে বিষক্রিয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত সোমবার (১সেপ্টেম্বর) রাধাষ্টমীর পুজো উপলক্ষে গ্রামেরই এক বাসিন্দার বাড়িতে নিমন্ত্রিত ছিলেন এলাকাবাসী। পুজোর প্রসাদে লুচি, ঘুগনি, তালের বড়া খেয়েছিলেন গ্রামবাসীরা। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন সকলে। কারোর পেট খারাপ তো কারোর বমি বাড়তে থাকে। দ্রুত সকলকে কাকদ্বীপ ও দ্বারিকনগর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরের পর থেকেই সমস্যা গুরুতর হয়। সন্ধ্যায় যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের মধ্যে শিশু এবং প্রবীণ ব্যক্তিরাও রয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে জানা গেছে, খাবারের বিষক্রিয়ার জেরেই এমন ঘটনা ঘটেছে। যাঁর বাড়ির পুজোর প্রসাদ খেয়ে এত মানুষ অসুস্থ হয়ে পড়লেন সেই গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

–

–

–

–

–

–

–

–
–