রাজ্যের পাড়া সমস্যার সমাধান এবার আরও দ্রুত। মানুষের বিপুল অংশগ্রহণে খুশি নবান্ন। তাই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির শিবির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

গত ২ অগাষ্ট থেকে শুরু হওয়া এই প্রকল্প চলবে ৩ নভেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে রাজ্যজুড়ে ২৭ হাজার শিবির করার পরিকল্পনা ছিল। কিন্তু প্রথম ২৬ দিনেই অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়াল এক কোটি। ভবিষ্যতে আরও বেশি মানুষ যোগ দেবেন বলে অনুমান করছে প্রশাসন। তাই শিবির সংখ্যা বাড়িয়ে ৩১,৩৭৭ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

শিবিরে সাধারণ মানুষ তাঁদের পাড়ার নানা সমস্যা তুলে ধরছেন। রাস্তার আলো বসানো, টিউবওয়েল বা পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ, নিকাশি নালা সংস্কার বা নতুন নির্মাণ, কমিউনিটি টয়লেট, খেলার মাঠ তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামতির মতো অন্তত ১৫ ধরনের প্রকল্পের দাবি জানানো হচ্ছে।

প্রশাসনিক মহলের মতে, স্থানীয় মানুষ নিজেরাই সমস্যার তালিকা তৈরি করে সমাধানের প্রকল্প বেছে নেওয়ায় উদ্যোগটি কার্যকর হচ্ছে। সরকারও তাই মনে করছে—এই কর্মসূচি পাড়া-পাড়া সমাধানের দিকেই এগোচ্ছে।

আরও পড়ুন – এসএসসি মামলা: আদালতে আত্মসমর্পণ পরেশ ও অঙ্কিতার
