ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার ইস্যুতে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বেঁধে গেল তীব্র অশান্তি। আলোচনার শুরুতেই বিজেপি বিধায়করা স্লোগান তোলেন। বিরোধী দলনেতা শঙ্কর ঘোষকে সাসপেন্ড করতেই উত্তেজনা চরমে পৌঁছয়। পরপর অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা ও বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করে মার্শাল দিয়ে অধিবেশন কক্ষ থেকে বার করা হয়।

ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অধিবেশন জুড়ে ‘চোর চোর’ বনাম ‘জয় বাংলা’ স্লোগানে গর্জে ওঠে দুই পক্ষ। পরিস্থিতি সামলাতে একাধিকবার হস্তক্ষেপ করতে হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, “দেশটাকে বিক্রি করে দিয়েছে ওরা। বিজেপি চোর না ডাকাত?” একইসঙ্গে সতর্ক বার্তা দেন, বাংলা ভাষার অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বিজেপি পাল্টা অভিযোগ তোলে, শাসক দল মতপ্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পিকারের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – এবার পথে নেমে ‘ডিটেনশন ক্যাম্প’-এর প্রতিবাদ ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-র

_

_

_
_
_

_
_