Sunday, November 16, 2025

টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় ভারতীয় অধ্যাপক, মিতেশ খাপরাকে চেনেন?

Date:

Share post:

টাইম ম্যাগাজিনের (TIME Magazine) বিচারে ২০২৫ সালে বিশ্বের সেরা ১০০ জন প্রভাবশালী এআই ব্যক্তিত্বের তালিকায় স্থান করে নিলেন ভারতের মিতেশ খাপরা (Mitesh Khapra)। আইআইটি মাদ্রাজের অধ্যাপক মিতেশ বড় কোনও এআই কোম্পানির কর্ণধার নন, তাঁর কাজ মূলত শিক্ষামূলক। কিন্তু তাঁর প্রভাব বিশ্বজনীন। তাঁর কৃতিত্বের প্রভাবেই এলন মাস্ক (Elon Musk) এবং স্যাম অল্টম্যানের (Sam Altman) মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে প্রভাবশালীদের তালিকায় জায়গা করে  নিয়েছেন।

আইআইটি মাদ্রাজের অধ্যাপকের কাজ মূলত এআই-য়ের ভাষা নিয়ে। ভারতীয় ভাষা যাতে এআইতে সহজলভ্য হয় সেই বিষয়ে গবেষণা ও কাজ করে যাচ্ছেন অধ্যাপক মিতেশ। তিনি ‘এআই ফোর ভারত’ নামে একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা, যা ওপেন-সোর্স টুল এবং ডেটাসেট তৈরি করে।এআইতে বাংলা, হিন্দিতে ভাষার আধিক্য থাকলেও অন্য আঞ্চলিক ভাষাগুলোর কার্যকারীতা কম। চলিত ভারতীয় ভাষাগুলিতে তাদের পারফরম্যান্স দুর্বল। অধ্যাপক মিতেশ ‘এআই ফোর ভারত’-এর মাধ্যমে একটি প্রকল্প শুরু করেন,। এই কাজে তিনি ভারতের ৫০০টি জেলা পরিদর্শন করেন। তাদের শিক্ষাগত এবং আর্থ সামাজিক প্রেক্ষাপট অনুসারে প্রান্তিক মানুষদের পটভূমিতে নিজেদের কন্ঠশ্বর রেকর্ড করেছেন। এই প্রকল্পের মাধ্যমে ২২টি ভারতীয় ভাষার ডেটা সংগ্রহ করা সম্ভব হয়েছে। তাঁর এই কর্মসূচি কেন্দ্রীয় সরকারের ‘ভাষিণী মিশন’ (Bhashini Mission)-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাঁর লক্ষ্য হল এআই-র মাধ্যমে স্থানীয় ভাষাগুলোর ডিজিটাল পরিষেবা প্রদান। তাঁর এই কর্মসূচির মাধ্যমে টাইম ম্যাগাজিনের সেরা ১০০ জন প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছেন ।

এই সম্মানজনক স্বীকৃতি খবর পাওয়ার পর অধ্যাপক মিতেশ বলেন, “দেড় দশক আগে ভারতীয় ভাষা প্রযুক্তি নিয়ে কাজ করা একজন গবেষকের কাজ ছিল ইংরেজি ভাষা সম্পর্কে সমস্যাগুলিতে মনোনিবেশ করা। কিন্তু বর্তমানে ইংরেজি ভাষা অনেক সহজলভ্য হয়ে গিয়েছে। কিন্তু বর্তামনে ভারতীয় ভাষাগুলোর চ্যালেঞ্জ নিতে আগ্রহী শিক্ষার্থীরা।“ অধ্যাপক মিতেশের কাজ এবং গবেষণাএআই-এর ভবিষ্যৎকে নতুন দিশা দেখাচ্ছে।

 

spot_img

Related articles

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...