ফের হাসপাতালে ভর্তি বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে বলে খবর। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। বিজেপি বিধায়ককে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গেরুয়া বিধায়কদের লাগামহীন উশৃঙ্খলায় বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে বিধানসভার বিশেষ অধিবেশন। শাসক-বিরোধী বিধায়কদের তরজায় বেনজির সংঘাতের ছবি দেখা যায় অধিবেশনে। ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পালও। রাতের দিকে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাতপাতাল সূত্রে খবর, এমআরআই করায় অগ্নিমিত্রার (Agnimitra Paul) মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়েছে। তবে আশঙ্কার বিষয় নেই।
