সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়ো খবরে বিরক্ত তারকারা। বেশিরভাগ নেটপ্রভাবীরাই গুজব খবর ছড়ান বলে আগেও অভিযোগ উঠেছিল। এবার রাতারাতি এক চাঞ্চল্যকর অভিযোগ ছড়িয়ে পড়েছে গায়িকা ইমন চক্রবর্তীর স্বামী নীলাঞ্জন ঘোষের বিরুদ্ধে। যা একেবারে ভুয়ো। এ খবর দেখে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ ইমন।

অন্যায় দেখলে বরাবরই মুখ খুলেছেন গায়িকা। এবারও নীলাঞ্জনের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ ছড়িয়ে পড়তেই চুপ করে থাকেননি ইমন। প্রতিক্রিয়া দিয়েছেন নীলাঞ্জনও। একটি পোর্টালের সোশ্যাল মিডিয়ার পোস্টে শুরু হয় জল্পনা। পোস্টে লেখা হয়,”আমাকে মারধর করা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে… ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার ইমন চক্রবর্তী! বিয়ের এতদিন পর হঠাৎ বিস্ফোরক দাবি গায়িকার!” এই পোস্ট ইমনের কাছে একাধিক লোকজন পাঠান। তা দেখে নিজেকে আটকে রাখতে পারেননি ইমন। তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও যখন তাঁর বাবার কাছে পৌঁছয় এই খবর তখন ক্ষোভ প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়।

ইমন জানান,”আমাকে অনেকেই এই ছবিটি স্ক্রিনশট তুলে পাঠিয়েছে। ইগনোর করেছি। আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন। ইগনোর করতে পারলাম না। বিনোদনের নামে কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো? ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা, বোধ কিছু থাকলে এ ভাবে খবর কেউ করে না। যিনি করেছেন, যে-ই চ্যানেল বা পোর্টাল করেছে, তাদেরকে ধিক্কার জানালাম। নোংরামির সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনারা। প্রেস, মিডিয়ার অনেক বন্ধু আমার আছে। তাদের বলব, এগুলো ঠিক কি না, ভেবে জানিয়ো। এটা চূড়ান্ত বিরক্তিকর এবং লজ্জাজনক। আর কত নিচে নামবে?”

নীলাঞ্জন জানিয়েছেন,”ইমনকে নাকি মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছি। এ রকম ভুয়ো খবর শুনে ওর বাবা কষ্ট পাচ্ছেন। স্বাভাবিক। এর থেকে খারাপ আর কী হবে? আমাদের নিয়ে তৈরি একটি মিথ্যে খবর মা-বাবা পর্যন্ত পৌঁছে যাচ্ছে! তাঁরা দুশ্চিন্তায় ভুগছেন। এটা একেবারেই কাম্য নয়।”

আরও পড়ুন – বাড়ি ভেঙে দুর্ঘটনা! রাজস্থানে মৃত বাংলার ২, শোকের ছায়া বর্ধমানে

_

_
_
_

_
_