অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। ৬০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই প্রতারণায় শিল্পা এবং রাজের দিন কয়েক আগে বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ও জড়িত ছিল।

শুক্রবার মুক্তি পেয়েছে রাজের ছবি ‘মেহর’। এর মাধ্যমেই পাঞ্জাবী সিনে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন রাজ। সেই ছবি মুক্তির দিনই রাজ ও শিল্পার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হল।

গত আগস্ট মাসে রাজের বিরুদ্ধে জুহু থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী দীপক কোঠারি। পরে সেটি মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার হাতে স্থানান্তর করা হয়। দীপকের কাছ থেকে ব্যবসায়িক কারণে ৬০ কোটি টাকা নেন শিল্পা ও রাজ। অভিযোগ, ব্যবসায় বিনিয়োগ না করে ওই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন তাঁরা। পরে ওই টাকা শোধও করেননি দম্পতি।

আরও পড়ুন –
