টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বহুদিন খেলা থেকে দূরে নিজের পরিবার নিয়ে ব্যস্ত ছিলেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মা (Rohit Sharma)। তবে সামনেই শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া সিরিজ, সেই কারণে ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ককে। তবে এসবের মাঝেই সম্প্রতি একটি ভাইরাল ভিডিও নতুন করে চর্চায় এনেছে রোহিতকে। গণেশ মন্দিরে যাওয়ার সময় ভারতীয় ক্রিকেট (Indian Cricket) তারকার নামে জয়ধ্বনি শুরু হতেই ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে বারণ করেন হিটম্যান।

টিম ইন্ডিয়ার ODI অধিনায়ক সম্প্রতি মুম্বইয়ের এক গণেশ মন্দিরে গেছিলেন। সেখানে তাঁকে দেখা মাত্রই ভিড় জমে যায়। দূর থেকে অনুরাগীরা ‘মুম্বই চা রাজা’ বা মুম্বাইয়ের রাজা বলে সম্মোধন করেন তাঁকে। দেবস্থানের মাহাত্বের কথা মাথায় রেখে রোহিত সকলকে অনুরোধ করেন স্লোগান না দেওয়ার জন্য। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার হতেই রোহিতের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

–

–

–

–

–
–
–

–
–