বাংলার শিল্প-বাঙালির শিল্প: হুগলির সুগন্ধার কারখানায় দাপট ২ মহিলা কর্ণধারের

Date:

Share post:

বাংলার শিল্প, বাংলায় শিল্প, বাঙালির শিল্প। উদাহরণ হুগলির সুগন্ধা কারখানা। বাঙালি শিল্পপতি শান্তনু ঘোষের হাত ধরে সেখানে একের পর এক গড়ে উঠছে শিল্প। ১২ একর জমি জুড়ে শুধুই কর্মসংস্থান। আর শান্তনুর সঙ্গে সেখানে রয়েছেন দুই মহিলা কর্ণধার সম্রাজ্ঞী ও সম্পূর্ণা ঘোষ। শনিবার, হুগলিতে চালু হল তাদের ‘টিফোজ ইলেকট্রিক থ্রি হুইলার’ (Electric Three Wheeler)। আর সেখান থেকেই আগামী দিনে তৈরি হবে ইলেকট্রিক  চার চাকা গাড়িও। এদিন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রস্তাবে সম্মতি জানিয়ে একথা ঘোষণা করেন কর্ণধার শান্তনু। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান, উজ্জ্বল বিশ্বাস-সহ বিশিষ্টরা। 

সুগন্ধার এই সাইনোসোর কোম্পানি ইতিমধ্যেই বিএলডিসি ফ্যান তৈরি করেছে। যা ইতিমধ্যেই বাজারে ব্যাপক বিক্রি হচ্ছে। এদিন ইলেকট্রিক টোটোর (Electric Three Wheeler) আনুষ্ঠানিক প্রকাশ হয়। সংস্থার পক্ষে সম্রাজ্ঞী ঘোষ বলেন, বাজারে যে ‘ ইলেকট্রিক থ্রি হুইলার’ বা ‘থ্রি হুইলার’ চলছে, তার থেকে অনেক কম দামে পাওয়া যাবে এই ‘ইলেকট্রিক থ্রি হুইলার’। আধুনিক  ডিজাইনের এই গাড়ি অচিরেই বাজার দখল করবে বলে জানান তিনি। নতুন এই ইলেকট্রিক থ্রি হুইলার ডিলারদের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে তাঁরা জোর দিচ্ছেন দামের উপর। প্রথমত, মধ্যবিত্তের কথা মাথায় রেখে দাম রাখা হবে সাধ্যের মধ্যে। দ্বিতীয়ত, যেহেতু এটা ইলেকট্রিক গাড়ি, তাই চার্জিং টেকনোলজি এমনভাবে করা হচ্ছে, যাতে অন্তত ১৮ ঘণ্টা চার্জ থাকে। তৃতীয়ত, জোর দেওয়া হচ্ছে গুণগত মানের উপর। কারখানা থেকে সমস্তরকম পরীক্ষা করার পর, সরকারি সার্টিফিকেট নেওয়ার পরই বাজারে তা ছাড়া হবে।

বাঙালির শিল্পোদ্যোগ ও মহিলা কর্ণধারদের এগিয়ে এসে কাজ করাকে মঞ্চ থেকে কুর্নিশ জানান কুণাল। তিনি বলেন, এই কারখানার বৃদ্ধিই বাংলরা শিল্পের ইতিবাচক দিক। প্রথমে পাখা তৈরি করে এই সংস্থা। ২টি সিজনে ২ লক্ষের বেশি পাখা বিক্রি হয়েছে বলে জানান কুণাল। এবার ইলেকট্রিক টোটো। এই কারখানার ইউএসপি হল, তারা সব কিছু তৈরি করে এখানেই। বাইরে থেকে যন্ত্রাংশ আমদানি করতে হয় না ফলে উৎপাদনের খরচ কমছে, ফলে কমদামে ভালো জিনিস দিতে পারছে সংস্থা। দাম সাধ্যের মধ্যে রাখা যায়। পাশাপাশি, সার্ভিস ভালো দেওয়া যায়। বিদেশ থেকে যে জিনিস আসে সেই মানের জিনিসই  তৈরি হচ্ছে সুগন্ধায়।   

হুগলিতে ১২ একর জমির উপর তৈরি কারখানা। আর সেখানে হচ্ছে কর্মসংস্থান। কুণাল জানান, ২০ জনের বেশি বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ার রয়েছেন। আছেন দক্ষ ও অদক্ষ মিলিয়ে ২০০ কর্মী। গরমকালে চাহিদা বেশি থাকায় সাময়িক চুক্তি ভিত্তিক নিয়োগও হয়। ফলে ধারাবাহিক কর্মসংস্থান হচ্ছে।

এর পরেই সংস্থার দুই মালকিন সম্রাজ্ঞী ও সম্পূর্ণার ভূয়সী প্রশংসা করেন কুণাল। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় চেষ্টা করেন বাংলায় মহিলায় ক্ষমতায়নের। সেই উদ্যোগে বিভিন্ন প্রকল্প চালু করেছেন তিনি। একজন মহিলা কর্ণধার মঞ্চ থেকে ইলেক্ট্রিক থ্রি হুইলারের বিষয়টি বোঝাচ্ছেন, উৎপাদন সম্পর্কে বোঝাচ্ছেন- এর থেকে ভালো উদাহরণ আর কী হতে পারে!

কুণাল ঘোষই এখান থেকে একলাখি গাড়ি তৈরির নতুন কারখানার কথা জানান। তাঁর কথায়, এর ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রই বদলে যাবে। বহু বেকার যুবকযুবতী চাকরি পাবে। ন্যানো কারখানা না হওয়ার আক্ষেপ মিটবে। তিনি জানান, কারখানা গড়তে রাজ্য সরকার সর্বতোভাবে সহায়তা করবে। আগামী বছর জানুয়ারি মাসে নতুন এই ইলেকট্রিক চার চাকার গাড়ি বাজারে আসবে বলে আশা।

spot_img

Related articles

লক্ষ্মীপুজোর পর রাজ্যে শুরু SIR! কর্মী সংকটে বিপাকে সিইও দফতর

লক্ষ্মীপুজোর ছুটির পরেই সারা দেশে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, পুজোর...

ভোটার তালিকা সংশোধনীতে সর্বভারতীয় প্রস্তুতি! দিল্লি যাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক

দেশজুড়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু করতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে বুধবার দিল্লিতে...

তিস্তার ক্রমবদলানো গতিপথ-ভাঙনে বিপদ! সমীক্ষায় নামছে রাজ্য 

তিস্তার ক্রমবদলানো গতিপথ ও ভাঙনে দিশেহারা উত্তরবঙ্গ। পাহাড় থেকে মেখলিগঞ্জ সীমান্ত পর্যন্ত প্রায় ৯২ কিলোমিটার জুড়ে নদীর স্বাভাবিক...

রাজ্যে কমছে রফতানি, পদ্মার ইলিশের দাম চড়ছে আকাশে

দুর্গাপুজো মানেই ইলিশ ভোজনের আনন্দ। কিন্তু এ বার সেই আনন্দে কষাঘাত। আগের বছরের তুলনায় অনেকটাই কম আসছে বাংলাদেশি...